ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, রাবি (রাজশাহী)
  • সর্বশেষ আপডেট ০৪:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 5

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। (ফাইল ছবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাবির উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এ তথ্য জানান।

‘বি’ ইউনিটে মোট ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৪৫২ এবং অ-বাণিজ্যের শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৪৩৪। ‘বি’ ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)।

এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫টি বৃদ্ধি করে ৫৬৪ করা হয়েছে, যা গত বছর ছিল ৫৫৯টি। এর ফলে প্রতি আসনে এবার প্রায় ৫৫ জন ভর্তিচ্ছু লড়াই করবেন।

উপাচার্য জানান, ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে।

নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, পরীক্ষার সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজশাহীর বাইরের কেন্দ্রগুলো থেকেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে পরে কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১০ শতাংশ

সর্বশেষ আপডেট ০৪:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাবির উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এ তথ্য জানান।

‘বি’ ইউনিটে মোট ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৪৫২ এবং অ-বাণিজ্যের শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৪৩৪। ‘বি’ ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)।

এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫টি বৃদ্ধি করে ৫৬৪ করা হয়েছে, যা গত বছর ছিল ৫৫৯টি। এর ফলে প্রতি আসনে এবার প্রায় ৫৫ জন ভর্তিচ্ছু লড়াই করবেন।

উপাচার্য জানান, ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে।

নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, পরীক্ষার সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজশাহীর বাইরের কেন্দ্রগুলো থেকেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে পরে কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।