স্থায়ীভাবে বহিষ্কার
রাতে জয় বাংলার স্লোগান , দিনে সমন্বয়ক
- সর্বশেষ আপডেট ১২:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 230
সাতক্ষীরায় নিজ সংগঠনের নীতিমালা ভেঙে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে মিছিল করার অভিযোগে বহিষ্কৃত হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ।
২৩ জুলাই (বুধবার) রাতে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে সংগঠনের সাতক্ষীরা জেলা শাখা। জেলা আহ্বায়ক মো. আরাফাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিরোজের কার্যকলাপ সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী।
ঘটনার সূত্রপাত হয় ১৬ জুলাই। সেদিন দেবহাটার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা এলাকায় হেলমেট ও মাস্ক পরা কয়েকজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। রাতেই সেই ভিডিও মুজাহিদ বিন ফিরোজ তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে আওয়ামী লীগকে ‘শায়েস্তা’ করার ঘোষণা দেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে সমালোচনার ঝড় ওঠে। মুখ ঢেকে রাখলেও শরীরী ভাষা ও বেশভূষা দেখে চিনে ফেলা যায় মুজাহিদ বিন ফিরোজ এবং তার সহযোগীদের।
এই ঘটনায় দলের ভেতর ও বাইরে আলোচনা শুরু হলে সাতক্ষীরা জেলা কমিটি ফিরোজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় এবং তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।
































