ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে রেলপথ অবরোধে ছয় ট্রেন আটকা

নিজস্ব প্রতিবেদক, রাবি (রাজশাহী)
  • সর্বশেষ আপডেট ০৬:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 85

রাজশাহীতে রেলপথ অবরোধে ছয় ট্রেন আটকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে ছয়টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে এবং ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে এবং পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন।

বিকেল সাড়ে চারটার দিকে পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, কিন্তু শিক্ষার্থীরা রেললাইন থেকে সরেননি। পশ্চিমাঞ্চল রেলের চিফ অপারেটিং কর্মকর্তা আহসানুল্লাহ ভূঁইয়া জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি এবং দেশের অন্যান্য স্থান থেকে আরও তিনটি ট্রেন আটকা পড়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী মাহবুব আলম বলেন, “আমরা এর আগে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে গতকাল এবং আজ আন্দোলন চালাচ্ছি।”

জানা গেছে, রাজশাহী-খুলনা চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-ফরিদপুর চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং রাজশাহী-ঢাকা চলাচলকারী পদ্মা এক্সপ্রেস বর্তমানে রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। এছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস, খুলনা থেকে আসা সাগরদাড়ি এক্সপ্রেস এবং বাংলাবান্ধা এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে।

অবরোধের কারণে প্ল্যাটফর্মে এবং ট্রেনের সিটে বসে যাত্রীরা অলস সময় কাটাচ্ছেন। অনেক যাত্রী টিকিট ফেরত দিয়ে বাসে বিভিন্ন গন্তব্যে যাত্রা করেছেন।

চিফ অপারেটিং কর্মকর্তা আহসানুল্লাহ ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবেন। বর্তমানে ছয়টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। অনেক যাত্রী টিকিট ফেরত নিয়েছেন। গতকাল ও আজ মিলে ট্রেনের সিডিউল মেলানো সম্ভব নয়।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজশাহীতে রেলপথ অবরোধে ছয় ট্রেন আটকা

সর্বশেষ আপডেট ০৬:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে ছয়টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে এবং ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে এবং পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন।

বিকেল সাড়ে চারটার দিকে পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, কিন্তু শিক্ষার্থীরা রেললাইন থেকে সরেননি। পশ্চিমাঞ্চল রেলের চিফ অপারেটিং কর্মকর্তা আহসানুল্লাহ ভূঁইয়া জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি এবং দেশের অন্যান্য স্থান থেকে আরও তিনটি ট্রেন আটকা পড়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী মাহবুব আলম বলেন, “আমরা এর আগে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে গতকাল এবং আজ আন্দোলন চালাচ্ছি।”

জানা গেছে, রাজশাহী-খুলনা চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-ফরিদপুর চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং রাজশাহী-ঢাকা চলাচলকারী পদ্মা এক্সপ্রেস বর্তমানে রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। এছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস, খুলনা থেকে আসা সাগরদাড়ি এক্সপ্রেস এবং বাংলাবান্ধা এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে।

অবরোধের কারণে প্ল্যাটফর্মে এবং ট্রেনের সিটে বসে যাত্রীরা অলস সময় কাটাচ্ছেন। অনেক যাত্রী টিকিট ফেরত দিয়ে বাসে বিভিন্ন গন্তব্যে যাত্রা করেছেন।

চিফ অপারেটিং কর্মকর্তা আহসানুল্লাহ ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবেন। বর্তমানে ছয়টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। অনেক যাত্রী টিকিট ফেরত নিয়েছেন। গতকাল ও আজ মিলে ট্রেনের সিডিউল মেলানো সম্ভব নয়।”