শিরোনাম
রাজশাহীতে অস্ত্র পরিস্কারের সময় গুলিবিদ্ধ এসআই
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
- সর্বশেষ আপডেট ০২:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 91
রাজশাহীতে অস্ত্র পরিষ্কারের সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার এসআই ওয়ারেস আলী (৪৫)। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত ডা. শংকর কুমার বিশ্বাস জানান, “রাত সাড়ে ১১টার দিকে কাটাখালী থানার এসআই ওয়ারেস আলী নিজের নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হন। পরে তাকে ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।”
এ বিষয়ে জানতে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।































