ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতির আকাশে কালো মেঘ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১২:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 277

কুমিল্লায় জামায়াতের আমীর

বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা ও অনিশ্চয়তার প্রতিচ্ছবি টেনে এনে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় তিনি বলেন, “রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে। কিন্তু মেঘ যতই ঘন হোক না কেন, সূর্যকে আটকে রাখা যায় না। ইনশাআল্লাহ, মুক্তির সূর্য বাংলাদেশে উদিত হবেই।”

কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আমরা ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচন চাই না। জনগণ যেভাবে অতীতে রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে সেই পথেই চলবে।”

নির্বাচন ব্যবস্থায় পক্ষপাত ও কারচুপির অভিযোগ এনে ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করেন, “যারা অপকর্মের পরিকল্পনা করছেন, তাদের জন্য আমাদের বার্তা স্পষ্ট—বাংলার জনগণ কাউকে ছাড় দেয়নি, আমরাও দেব না।”

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমাদের লড়াই কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেটা পুরনো হোক কিংবা নতুন, আমাদের অবস্থান সুস্পষ্ট।”

তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “যে যুবকরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গেছে, আমরা সেই রক্তের সঙ্গে বেইমানি হতে দেব না। শহীদদের পবিত্র রক্তের মূল্য আমরা দিতে চাই। যারা রাজনীতির নামে অপকর্ম করছে, তাদের সময় শেষ। এখন জনগণই সিদ্ধান্ত নেবে।”

এদিন কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর বিশ্বরোড ও চৌদ্দগ্রামে একাধিক পথসভায় বক্তব্য দেন জামায়াত আমীর।

সভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ শাহজাহান, মহানগর নায়েবে আমীর মোসলেহ উদ্দিন আহমেদ, বরুড়া আসনের প্রার্থী মু. সফিকুল আলম হেলাল ও মহানগর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজনীতির আকাশে কালো মেঘ

সর্বশেষ আপডেট ১২:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা ও অনিশ্চয়তার প্রতিচ্ছবি টেনে এনে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় তিনি বলেন, “রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে। কিন্তু মেঘ যতই ঘন হোক না কেন, সূর্যকে আটকে রাখা যায় না। ইনশাআল্লাহ, মুক্তির সূর্য বাংলাদেশে উদিত হবেই।”

কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আমরা ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচন চাই না। জনগণ যেভাবে অতীতে রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে সেই পথেই চলবে।”

নির্বাচন ব্যবস্থায় পক্ষপাত ও কারচুপির অভিযোগ এনে ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করেন, “যারা অপকর্মের পরিকল্পনা করছেন, তাদের জন্য আমাদের বার্তা স্পষ্ট—বাংলার জনগণ কাউকে ছাড় দেয়নি, আমরাও দেব না।”

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমাদের লড়াই কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেটা পুরনো হোক কিংবা নতুন, আমাদের অবস্থান সুস্পষ্ট।”

তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “যে যুবকরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গেছে, আমরা সেই রক্তের সঙ্গে বেইমানি হতে দেব না। শহীদদের পবিত্র রক্তের মূল্য আমরা দিতে চাই। যারা রাজনীতির নামে অপকর্ম করছে, তাদের সময় শেষ। এখন জনগণই সিদ্ধান্ত নেবে।”

এদিন কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর বিশ্বরোড ও চৌদ্দগ্রামে একাধিক পথসভায় বক্তব্য দেন জামায়াত আমীর।

সভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ শাহজাহান, মহানগর নায়েবে আমীর মোসলেহ উদ্দিন আহমেদ, বরুড়া আসনের প্রার্থী মু. সফিকুল আলম হেলাল ও মহানগর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।