রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার
- সর্বশেষ আপডেট ০৭:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 83
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের পর সব ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিস্ফোরণের প্রেক্ষিতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ কয়েকটি ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিবৃতিতে জানানো হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ডিএমপি যৌথভাবে অভিযান চালাচ্ছে, যাতে এসব বিস্ফোরণের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা যায়।
সরকার জানিয়েছে, রাজধানীর সব গির্জা, মন্দির, মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
এর আগে সকালে রাজধানীর চারটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। মোহাম্মদপুরে লেখক ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র ভেতরে ও বাইরে দুটি, মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি এবং ধানমণ্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টার ও ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি বিস্ফোরণ ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



































