ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর যেসব স্থানে ‘ভয়ানক দূষণ’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 36

ঢাকার বায়ুদূষণ ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) পর্যন্ত টানা তিন দিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ঢাকা। আজ রোববার (১৮ জানুয়ারি) সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়, বায়ুর মান ২৭৯। এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। কিন্তু নগরীর তিন স্থানে অবস্থা ‘দুর্যোগপূর্ণ’ দূষণের সর্বোচ্চ স্তর এটি।

বায়ুদূষণে আজ প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। এ দুই নগরীর স্কোর যথাক্রমে ৬৩০ ও ৫৪৭।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক।

ভয়ানক দূষণ নগরীর ৩ স্থানে: স্থানগুলো হলো- নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪৪৯), ধানমন্ডি (৩৬২) ও দক্ষিণ পল্লবী (৩৪৬)। এ ছাড়া খুব অস্বাস্থ্যকর বায়ু আছে ইস্টার্ন হাউজিং (২৯৯), বে’জ এজওয়াটার (২৭৮) , বেচারাম দেউড়ি (২৭২), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ( ২৩৫) ও গোড়ান (২২১)।

সুরক্ষায় নগরবাসী যা করবেন: আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীর যেসব স্থানে ‘ভয়ানক দূষণ’

সর্বশেষ আপডেট ১১:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

ঢাকার বায়ুদূষণ ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) পর্যন্ত টানা তিন দিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ঢাকা। আজ রোববার (১৮ জানুয়ারি) সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়, বায়ুর মান ২৭৯। এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। কিন্তু নগরীর তিন স্থানে অবস্থা ‘দুর্যোগপূর্ণ’ দূষণের সর্বোচ্চ স্তর এটি।

বায়ুদূষণে আজ প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। এ দুই নগরীর স্কোর যথাক্রমে ৬৩০ ও ৫৪৭।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক।

ভয়ানক দূষণ নগরীর ৩ স্থানে: স্থানগুলো হলো- নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪৪৯), ধানমন্ডি (৩৬২) ও দক্ষিণ পল্লবী (৩৪৬)। এ ছাড়া খুব অস্বাস্থ্যকর বায়ু আছে ইস্টার্ন হাউজিং (২৯৯), বে’জ এজওয়াটার (২৭৮) , বেচারাম দেউড়ি (২৭২), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ( ২৩৫) ও গোড়ান (২২১)।

সুরক্ষায় নগরবাসী যা করবেন: আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।