রাজধানীতে সড়ক বন্ধ করে নার্স সমাবেশ, ভোগান্তি
- সর্বশেষ আপডেট ০২:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 91
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ করে নার্সদের মহাসমাবেশের কারণে শনিবার সকাল থেকেই তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। সকাল ১০টা থেকে হাজারো নার্স প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশে যোগ দিলে তোপখানা সড়কের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
নার্সরা তাদের দাবি হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত না করা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করার আহ্বান জানান। বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশের কারণে ওই রুটে চলাচলকারী সব যানবাহনকে ডাইভারশন করে বিজয়নগর–কাকরাইল সড়কের দিকে নিতে হয়। এতে হঠাৎ অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়ে কাকরাইল–বিজয়নগর এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। যাত্রীদের অনেককেই কয়েক ঘণ্টা ধরে আটকে থাকতে হয়।
ঘোষণা ছাড়াই ব্যস্ত সড়ক বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন বহু যাত্রী। তাদের অভিযোগ, এভাবে কর্মদিবসে সড়ক অবরোধ করলে কাজের সময় নষ্ট হয় এবং যাত্রীরা অযথা ভোগান্তিতে পড়েন। এমন পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ জানান, সমাবেশের কারণে পল্টন মোড় থেকে যানবাহন ঘুরিয়ে অন্য রুটে পাঠানো হচ্ছে। নার্সরা দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে সড়ক খুলে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
































