ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 63

ছুটি শেষে যার যার কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা। ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কর্মস্থলে সময়মতো যোগ দিতে শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

তবে রাজধানীর প্রধান সড়কগুলোতে ছুটির দিনের মতোই স্বস্তিদায়ক পরিবেশ ছিল। আগামীকাল রোববার থেকে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে গেলে কর্মচাঞ্চল্যে সরগরম হয়ে উঠবে পুরো শহর।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা প্রায় সব ট্রেনই যাত্রী ছিলে পরিপূর্ণ। কিছু ট্রেন ঘণ্টাখানেক দেরিতে পৌঁছালেও বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই এসেছে কমলাপুরে।

জামালপুর এক্সপ্রেসের যাত্রী জামাল বলেন, ‘ট্রেনের জার্নিটা ছিলে স্বস্তিদায়ক। সঠিক সময়ে ঢাকা পৌঁছেছি। ছিল না কোনো গাদাগাদি।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে কমলাপুরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, আজ সরকারি ছুটির শেষ দিন। তাই আজ ট্রেনে যাত্রীর চাপ বেশি না হলেও ৭ ও ৮ তারিখে চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ৮ তারিখে সব স্কুল-কলেজ খোলা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

সর্বশেষ আপডেট ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কর্মস্থলে সময়মতো যোগ দিতে শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

তবে রাজধানীর প্রধান সড়কগুলোতে ছুটির দিনের মতোই স্বস্তিদায়ক পরিবেশ ছিল। আগামীকাল রোববার থেকে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে গেলে কর্মচাঞ্চল্যে সরগরম হয়ে উঠবে পুরো শহর।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা প্রায় সব ট্রেনই যাত্রী ছিলে পরিপূর্ণ। কিছু ট্রেন ঘণ্টাখানেক দেরিতে পৌঁছালেও বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই এসেছে কমলাপুরে।

জামালপুর এক্সপ্রেসের যাত্রী জামাল বলেন, ‘ট্রেনের জার্নিটা ছিলে স্বস্তিদায়ক। সঠিক সময়ে ঢাকা পৌঁছেছি। ছিল না কোনো গাদাগাদি।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে কমলাপুরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, আজ সরকারি ছুটির শেষ দিন। তাই আজ ট্রেনে যাত্রীর চাপ বেশি না হলেও ৭ ও ৮ তারিখে চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ৮ তারিখে সব স্কুল-কলেজ খোলা হবে।