ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 99

ট্রেন

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আনিছ মিয়া (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৭সেপ্টেম্বর) দুপুড় আড়াইটার দিকে বনানী চেয়ারম্যান বাড়ী এলাকায় রেললাইন পারাপারে সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক।

 

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষনা করেন।

 

মৃত আনিছ মিয়ার ভাই মোঃ আশিক মিয়া জানান, তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার বড়তিরশা গ্রামে। বাবার নাম মজিবর রহমান। বর্তমানে স্ত্রীকে নিয়ে বনানী কড়াইল বস্তিতে থাকতো। এবং চেয়ারম্যান বাড়ি শিখা নামে একটি পোশাক কারখানায় কাজ করতো।

 

তিনি আরও জানান, দুপুড়ে আনিসের মোবাইল থেকে একজন ফোন করে বলে আনিস চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে পরে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আশিক রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী থেকে স্বজনরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্বজনরা জানান, ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৬:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আনিছ মিয়া (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৭সেপ্টেম্বর) দুপুড় আড়াইটার দিকে বনানী চেয়ারম্যান বাড়ী এলাকায় রেললাইন পারাপারে সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক।

 

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষনা করেন।

 

মৃত আনিছ মিয়ার ভাই মোঃ আশিক মিয়া জানান, তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার বড়তিরশা গ্রামে। বাবার নাম মজিবর রহমান। বর্তমানে স্ত্রীকে নিয়ে বনানী কড়াইল বস্তিতে থাকতো। এবং চেয়ারম্যান বাড়ি শিখা নামে একটি পোশাক কারখানায় কাজ করতো।

 

তিনি আরও জানান, দুপুড়ে আনিসের মোবাইল থেকে একজন ফোন করে বলে আনিস চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে পরে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আশিক রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী থেকে স্বজনরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্বজনরা জানান, ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।