ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় যুবককে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৩:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 90

রাঙ্গুনিয়ায় যুবককে গলা কেটে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খোরশেদ আলম নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত খোরশেদ আলম (২৮) ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয়রা জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের ফোনে খবর দিয়েছিলেন খোরশেদ। কিছুক্ষণ পর মসজিদের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগের দিন সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নে মো. রহমত নামে এক দিনমজুর ছুরিকাঘাতে নিহত হন। টানা দুই দিনে দুই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খোরশেদকে হত্যা করেছে। হত্যার কারণ ও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাঙ্গুনিয়ায় যুবককে গলা কেটে হত্যা

সর্বশেষ আপডেট ০৩:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খোরশেদ আলম নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত খোরশেদ আলম (২৮) ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয়রা জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের ফোনে খবর দিয়েছিলেন খোরশেদ। কিছুক্ষণ পর মসজিদের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগের দিন সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নে মো. রহমত নামে এক দিনমজুর ছুরিকাঘাতে নিহত হন। টানা দুই দিনে দুই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খোরশেদকে হত্যা করেছে। হত্যার কারণ ও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।