রাকসু নির্বাচন ঘিরে উপাচার্যের ক্ষোভ
- সর্বশেষ আপডেট ০৯:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 73
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার সিনেট ভবনে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ছাত্রসুলভ আচরণ না করলে তোমরা নিজেরাই প্রমাণ করছ যে রাকসুর জন্য অযোগ্য। তালা দেবে, হাতাহাতি করবে, আর আমাকে নির্বাচন করে দিতে হবে; এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
উপাচার্য আরও বলেন, প্রক্টরিয়াল বডি দায়িত্বশীল আচরণ করেছে এবং সংযম দেখিয়েছে। তবে শিক্ষার্থীরা যদি বারবার অসভ্য আচরণ চালিয়ে যায়, তাহলে রাকসু নির্বাচনও সেই অসভ্যতার শিকার হবে।
রাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রসঙ্গে তিনি জানান, “রাকসু নির্বাচন আমাদের ছাত্রদের নির্বাচন। পারস্পরিক সৌহার্দ্য রক্ষা করা আমাদের দায়িত্ব। সেনাবাহিনী এলে সেটা হবে আমাদের ব্যর্থতার প্রতীক। আপাতত সেনাবাহিনী নিয়ে আমি কোনো চিন্তা করছি না।”
দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তি প্রসঙ্গে উপাচার্য বলেন, বিষয়টি পুরোপুরি একাডেমিক ইস্যু। একটি ছাত্র সংগঠন আবেদন জমা দিয়েছে এবং শিক্ষকদের ভেতর থেকেও সুপারিশ এসেছে। এ নিয়ে কাজ চলছে, তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি বিষয়টি দেখছেন না।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “একজন আদর্শ শিক্ষককে কেবল নিজের বিষয়ে নয়, পারিপার্শ্বিক চিন্তাতেও এগিয়ে থাকতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন এই ধারার অভাব দেখা গেছে। আমরা স্বচ্ছতা আনার চেষ্টা করছি। এবার থেকে লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।”
অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রুয়া দীর্ঘদিন পর নির্বাচন সম্পন্ন করেছে। এ সংগঠন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য অধ্যাপক মো. মাঈন উদ্দিন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

































