রাকসুতেও ঘষা দিলেই মুছে যাচ্ছে অমোচনীয় কালির দাগ
- সর্বশেষ আপডেট ১১:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 109
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও অমোচনীয় কালির দাগ ঘষা দিলেই মুছে যাচ্ছে। আজ বৃহস্পতিবার অন্তত দশটি কেন্দ্রে এই সমস্যা দেখা গেছে।
গতকাল চাকসু নির্বাচনেও একই অভিযোগ উঠেছিল। এ নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবির অভিযোগ দিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
এদিকে, রাকসুতে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের নারী বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা ভোট দিতে গিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতে দেওয়া কালির দাগ ঘষার সঙ্গে সঙ্গে অস্পষ্ট হয়ে যায়। এ ধরনের ঘটনা ডিনস কমপ্লেক্স কেন্দ্র, শহিদুল্লাহ কেন্দ্র, চতুর্থ বিজ্ঞান ভবন কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্রে দেখা গেছে।
সাইয়েদা হাফসা বলেন, “এটা তো মুছে যাওয়া উচিত হয়নি। আমরা দ্রুত বিষয়টির সমাধান চাই।” বিজয় ২৪ হল কেন্দ্রে ভোট দেওয়া মাসুম বিল্লাহ বলেন, “ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বের হলেই হাতের কলির দাগ উঠে যাচ্ছে। জালিয়াতি এড়াতে বিষয়টির দ্রুত সমাধান প্রয়োজন।”
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান জানান, “দেশের বাজারের সর্বোচ্চ দামের কালির কলম ব্যবহার করা হয়েছে। তবুও যদি দাগ উঠে যায় তাতে সমস্যা হবে না। ভোটার যাচাইয়ের জন্য ছবিযুক্ত তালিকা ব্যবহার করা হচ্ছে। নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ চেকিং ব্যবস্থা রয়েছে। আশা করি কোনো অপ্রীতিকর পরিস্থিতি হবে না।”
এবারের রাকসু নির্বাচনে ২৮,৯০১ জন ভোটার ভোট দেবেন। নির্বাচনে ৮৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনেটে ছাত্র প্রতিনিধি ৫ পদে ৫৮ জন প্রার্থী লড়বেন। ভোট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
































