প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পে পরিবেশ ছাড়পত্রে উদ্বেগ প্রকাশ
- সর্বশেষ আপডেট ১০:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 336
প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি উদ্বিগ্নতা প্রকাশ করে বলেছে,সর্বশেষ একনেক সভায় চলনবিলে পরিবেশ ছাড়পত্র পেয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প পাশ হয়েছে।
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে দেখা গেছে, বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। গণমাধ্যমেও উঠে এসেছে, প্রধান উপদেষ্টা একনেক সভায় পরিবেশ মন্ত্রণালয়কে এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন।
প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান এবং মুখপাত্র ইবনুল সাঈদ রানা মনে করছে, বাংলাদেশে পরিবেশ রক্ষার বিষয়টি কোনোভাবেই সরকারের উচ্চ মহলে উপেক্ষিত বা কটাক্ষের বিষয় হতে পারে না। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সকলের কঠোর অবস্থান থাকা প্রয়োজন। কেউ যদি স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প পরিবেশ ক্ষয় করে বাস্তবায়নের চেষ্টা করে, তা একনেক সভায় পাশ হওয়া উচিত নয়।
কমিটি আরও জানিয়েছে, প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ বিনষ্ট করে চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়ন হতে পারবে না। দেশের সচেতন নাগরিক হিসেবে তারা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।





































