উত্তাল শাহজাদপুর
রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে ভাঙচুর
- সর্বশেষ আপডেট ১১:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 154
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাছারিবাড়িতে এক দর্শনার্থীকে আটক রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে কাস্টোডিয়ান ও অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ শেষে কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। একইসঙ্গে কাছারিবাড়ির পরিচালক সিরাজুল ইসলামকেও মারধর করা হয়।
প্রবাসী মো. শাহনেওয়াজ গত ৮ জুন বিকেলে স্ত্রী ও ভাতিজাকে নিয়ে কাছারিবাড়ি পরিদর্শনে গেলে পার্কিং টোকেন ইস্যু না করাকে কেন্দ্র করে এক কর্মচারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে কাস্টোডিয়ানসহ কয়েকজন কর্মচারী তাকে অফিসের একটি কক্ষে নিয়ে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা গিয়ে শাহনেওয়াজকে উদ্ধার করেন।
ঘটনার পরদিনই শাহনেওয়াজ শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন। তবে দুই দিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে হামলা চালিয়ে ভাঙচুর করে।
শাহনেওয়াজের ভাই হান্নান ও সুমন অভিযোগ করেন, বর্তমানে দায়িত্বে থাকা কাস্টোডিয়ান হাবিবুর রহমান প্রায়ই দর্শনার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন। তার সময়ে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলেও দাবি করেন তারা।
ঘটনার বিষয়ে কাস্টোডিয়ান হাবিবুর রহমান ৮ জুনের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করলেও অডিটোরিয়াম ভাঙচুর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, পুরো ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান।
স্থানীয়রা রবীন্দ্র কাছারিবাড়ির সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
































