ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে আরও ৩ জনের অ্যানথ্রাক্স শনাক্ত

নিজস্ব প্রতিবদেক, রংপুর
  • সর্বশেষ আপডেট ০১:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 91

প্রতীকী ছবি

রংপুরের পীরগাছা উপজেলার পর এবার কাউনিয়ায় দুইজন ও মিঠাপুকুর উপজেলায় একজনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার তিন উপজেলায় এ পর্যন্ত ১১ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত হলো। এছাড়াও পীরগাছায় অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। এতে করে আতঙ্ক বাড়ছে সবার মাঝে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে পীরগাছা উপজেলায় আটজনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছিল।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত জুলাই ও সেপ্টেম্বরে রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুইজন মারা গেছে। সেই সময়ে অ্যানথ্রাক্স রোগে উপজেলার চারটি ইউনিয়নে অর্ধশত ব্যক্তি আক্রান্ত হন। তবে চিকিৎসকের মতে, ‌‘যে দুইজনের মৃত্যু হয়েছে, তাদের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু ছিল; তবে মৃত্যুর কারণ অ্যানথ্রাক্স নয়।’

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে, স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ নড়েচড়ে বসে। পরে আইইডিসিআর’র একটি প্রতিনিধিদল গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর পীরগাছা সদর এবং পারুল ইউনিয়নের অ্যানথ্রাক্সের উপসর্গ থাকা ১২ নারী-পুরুষের নমুনা সংগ্রহ করে, যার মধ্যে আটজনের অ্যানথ্রাক্স শনাক্ত হয়। ওই সময় ঘটনাস্থল থেকে অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষা করে অ্যানথ্রাক্স শনাক্ত করেছিল প্রাণিসম্পদ বিভাগ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রংপুরে আরও ৩ জনের অ্যানথ্রাক্স শনাক্ত

সর্বশেষ আপডেট ০১:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

রংপুরের পীরগাছা উপজেলার পর এবার কাউনিয়ায় দুইজন ও মিঠাপুকুর উপজেলায় একজনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার তিন উপজেলায় এ পর্যন্ত ১১ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত হলো। এছাড়াও পীরগাছায় অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। এতে করে আতঙ্ক বাড়ছে সবার মাঝে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে পীরগাছা উপজেলায় আটজনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছিল।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত জুলাই ও সেপ্টেম্বরে রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুইজন মারা গেছে। সেই সময়ে অ্যানথ্রাক্স রোগে উপজেলার চারটি ইউনিয়নে অর্ধশত ব্যক্তি আক্রান্ত হন। তবে চিকিৎসকের মতে, ‌‘যে দুইজনের মৃত্যু হয়েছে, তাদের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু ছিল; তবে মৃত্যুর কারণ অ্যানথ্রাক্স নয়।’

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে, স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ নড়েচড়ে বসে। পরে আইইডিসিআর’র একটি প্রতিনিধিদল গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর পীরগাছা সদর এবং পারুল ইউনিয়নের অ্যানথ্রাক্সের উপসর্গ থাকা ১২ নারী-পুরুষের নমুনা সংগ্রহ করে, যার মধ্যে আটজনের অ্যানথ্রাক্স শনাক্ত হয়। ওই সময় ঘটনাস্থল থেকে অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষা করে অ্যানথ্রাক্স শনাক্ত করেছিল প্রাণিসম্পদ বিভাগ।