ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন শুটার রত্না

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 74

যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন শুটার রত্না

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেছেন স্বর্ণজয়ী সাবেক শুটার শারমিন আক্তার রত্না। রত্না গুলশান থানায় শুক্রবার (২৮ নভেম্বর) মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, খেলোয়াড় থাকাকালীন এবং কোচিংয়ে যুক্ত হওয়ার পরও জি এম হায়দার নানাভাবে তাকে হয়রানি করেছেন।

রত্না বলেন, ২০১০ সালের এসএ গেমস ও কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণজয়ী হওয়ার পর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সময়ও তিনি বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ১৬ জুলাই আত্মসম্মানের ভয়ে দায়িত্ব ছাড়তে বাধ্য হন। তিনি জানান, প্রভাবশালী ব্যক্তিদের কারণে এতদিন মুখ বন্ধ রাখতে হয়েছে।

রত্না আশা প্রকাশ করেন, তার মতো যারা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন, তারা সামনে আসবেন। তিনি চান, নিপীড়কদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে নারী ক্রীড়াবিদদের কোনো রকম হয়রানি না হয়।

এদিকে, অভিযোগ করা শুটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। সংস্থার চেয়ারপারসন ও প্রধান নির্বাহী এলিনা খান জানিয়েছেন, ভুক্তভোগিদের সব ধরনের সহায়তা প্রদান করা হবে। সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরাও ক্রীড়াঙ্গন সংস্কারের প্রয়োজনীয় সময় হিসেবে এই মুহূর্তটিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন শুটার রত্না

সর্বশেষ আপডেট ০৯:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেছেন স্বর্ণজয়ী সাবেক শুটার শারমিন আক্তার রত্না। রত্না গুলশান থানায় শুক্রবার (২৮ নভেম্বর) মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, খেলোয়াড় থাকাকালীন এবং কোচিংয়ে যুক্ত হওয়ার পরও জি এম হায়দার নানাভাবে তাকে হয়রানি করেছেন।

রত্না বলেন, ২০১০ সালের এসএ গেমস ও কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণজয়ী হওয়ার পর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সময়ও তিনি বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ১৬ জুলাই আত্মসম্মানের ভয়ে দায়িত্ব ছাড়তে বাধ্য হন। তিনি জানান, প্রভাবশালী ব্যক্তিদের কারণে এতদিন মুখ বন্ধ রাখতে হয়েছে।

রত্না আশা প্রকাশ করেন, তার মতো যারা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন, তারা সামনে আসবেন। তিনি চান, নিপীড়কদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে নারী ক্রীড়াবিদদের কোনো রকম হয়রানি না হয়।

এদিকে, অভিযোগ করা শুটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। সংস্থার চেয়ারপারসন ও প্রধান নির্বাহী এলিনা খান জানিয়েছেন, ভুক্তভোগিদের সব ধরনের সহায়তা প্রদান করা হবে। সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরাও ক্রীড়াঙ্গন সংস্কারের প্রয়োজনীয় সময় হিসেবে এই মুহূর্তটিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।