ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বিশেষজ্ঞ মত

যে কোনো সময় দেশে আরও বড় ভূমিকম্প হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 81

বড় ভূমিকম্প

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক যে ভূমিকম্পটি হয়েছে, তা কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলে ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্প আগে অনুভূত হলেও সেগুলোর কেন্দ্র ছিল দেশের বাইরে।

রুবাইয়াত কবির বলেন, এ অঞ্চলে অতীতে একাধিক বড় ভূমিকম্প হয়েছে, যা এই এলাকা ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ হওয়ার প্রমাণ। যে কোনো সময় আরও বড় ভূমিকম্প আঘাত হানতে পারে, তবে এর সঠিক সময় কেউ নির্ধারণ করতে পারে না।

ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার জানান, ২০০৩ সালে রাঙ্গামাটির বরকল এলাকায় ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। তারও আগে, ১৯১৮ সালে দেশের ভেতরেই ৮ মাত্রার বড় ভূমিকম্প আঘাত হানে।

তিনি বলেন, বারবার সরকারকে মহড়া এবং প্রস্তুতি বাড়ানোর সুপারিশ করা হলেও কার্যকর ব্যবস্থা যথেষ্ট নেই। উদ্ধারকার্যে বড় বাজেট বরাদ্দ হলেও বাস্তব পদক্ষেপ দুর্বল থাকে বলে মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশেষজ্ঞ মত

যে কোনো সময় দেশে আরও বড় ভূমিকম্প হতে পারে

সর্বশেষ আপডেট ০৪:৪১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক যে ভূমিকম্পটি হয়েছে, তা কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলে ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্প আগে অনুভূত হলেও সেগুলোর কেন্দ্র ছিল দেশের বাইরে।

রুবাইয়াত কবির বলেন, এ অঞ্চলে অতীতে একাধিক বড় ভূমিকম্প হয়েছে, যা এই এলাকা ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ হওয়ার প্রমাণ। যে কোনো সময় আরও বড় ভূমিকম্প আঘাত হানতে পারে, তবে এর সঠিক সময় কেউ নির্ধারণ করতে পারে না।

ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার জানান, ২০০৩ সালে রাঙ্গামাটির বরকল এলাকায় ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। তারও আগে, ১৯১৮ সালে দেশের ভেতরেই ৮ মাত্রার বড় ভূমিকম্প আঘাত হানে।

তিনি বলেন, বারবার সরকারকে মহড়া এবং প্রস্তুতি বাড়ানোর সুপারিশ করা হলেও কার্যকর ব্যবস্থা যথেষ্ট নেই। উদ্ধারকার্যে বড় বাজেট বরাদ্দ হলেও বাস্তব পদক্ষেপ দুর্বল থাকে বলে মন্তব্য করেন তিনি।