ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে ঢাকায় মার্কিন দূতাবাসে বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 120

যে কারণে ঢাকায় মার্কিন দূতাবাসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হঠাৎ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে এই ব্যবস্থা কার্যকর হয়, যা মঙ্গলবার সারাদিনও বজায় ছিল এবং বুধবার পর্যন্ত বলবৎ থাকার কথা রয়েছে।

দূতাবাসের আশপাশে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়েছে। এলাকায় বাড়তি টহল, প্রবেশপথে তল্লাশি ও সাঁজোয়া যান দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেসবুক পেজ থেকে মার্কিন দূতাবাসের বিরুদ্ধে হুমকিসূচক বার্তা পাওয়া যায়। বিষয়টি প্রথমে দূতাবাস কর্তৃপক্ষ শনাক্ত করে পুলিশকে জানায়। পরে নিরাপত্তা জোরদার করা হয়।

তিনি আরও জানান, ওই ফেসবুক পেজে থাকা ছবিটি অস্পষ্ট ও ঝাপসা হওয়ায় সেটির উৎস শনাক্ত করতে সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ বিভাগ (সিটিটিসি) তদন্ত শুরু করেছে।

এদিকে মঙ্গলবার সারাদিন গুলশান এলাকায় সোয়াট, গুলশান থানা পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

তবে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে ঢাকায় মার্কিন দূতাবাসে বাড়তি নিরাপত্তা

সর্বশেষ আপডেট ১০:৫০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হঠাৎ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে এই ব্যবস্থা কার্যকর হয়, যা মঙ্গলবার সারাদিনও বজায় ছিল এবং বুধবার পর্যন্ত বলবৎ থাকার কথা রয়েছে।

দূতাবাসের আশপাশে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়েছে। এলাকায় বাড়তি টহল, প্রবেশপথে তল্লাশি ও সাঁজোয়া যান দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেসবুক পেজ থেকে মার্কিন দূতাবাসের বিরুদ্ধে হুমকিসূচক বার্তা পাওয়া যায়। বিষয়টি প্রথমে দূতাবাস কর্তৃপক্ষ শনাক্ত করে পুলিশকে জানায়। পরে নিরাপত্তা জোরদার করা হয়।

তিনি আরও জানান, ওই ফেসবুক পেজে থাকা ছবিটি অস্পষ্ট ও ঝাপসা হওয়ায় সেটির উৎস শনাক্ত করতে সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ বিভাগ (সিটিটিসি) তদন্ত শুরু করেছে।

এদিকে মঙ্গলবার সারাদিন গুলশান এলাকায় সোয়াট, গুলশান থানা পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

তবে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি।