ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যে অভিনেতার সঙ্গে রাত কাটাতে রাজি আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 105

যে অভিনেতার সঙ্গে রাত কাটাতে রাজি আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল সবসময় ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখলেও এবার সরাসরি নিজের ক্রাশ ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার একটি পডকাস্টে অংশ নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় তার সেলিব্রিটি ক্রাশ কে। দ্বিধা না করেই আমিশা উত্তর দেন— “টম ক্রুজ”। তিনি জানান, ছোটবেলা থেকেই হলিউড তারকার ভক্ত। তার স্কুলজীবনের পেন্সিল বক্স, ফাইল এমনকি ঘরজুড়ে টম ক্রুজের ছবি ও পোস্টার শোভা পেত।

আমিশা বলেন, মজার ছলে প্রায়ই তিনি বলতেন টমের জন্য তিনি নিজের সব নীতি ভেঙে দিতে রাজি। এমনকি প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান— টম ক্রুজের সঙ্গে এক রাত কাটানোর বিষয়েও তিনি আপত্তি করবেন না।

এই প্রথম নয়, আমিশা আগেও টমের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। কয়েক বছর আগে এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন অভিনেতার সঙ্গে তিনি জীবনের ভূমিকা বদলাতে চান। তখনো তিনি বলেছিলেন— সুযোগ পেলে টম ক্রুজকে বিয়ে করতে চান।

উল্লেখ্য, আমিশা প্যাটেলকে সর্বশেষ ‘তৌবা তেরা জলওয়া’ ছবিতে দেখা গিয়েছিল, যদিও সেটি বড় কোনো সাড়া ফেলতে পারেনি। বর্তমানে তার নতুন কোনো প্রকল্পের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে অভিনেতার সঙ্গে রাত কাটাতে রাজি আমিশা প্যাটেল

সর্বশেষ আপডেট ০২:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল সবসময় ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখলেও এবার সরাসরি নিজের ক্রাশ ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার একটি পডকাস্টে অংশ নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় তার সেলিব্রিটি ক্রাশ কে। দ্বিধা না করেই আমিশা উত্তর দেন— “টম ক্রুজ”। তিনি জানান, ছোটবেলা থেকেই হলিউড তারকার ভক্ত। তার স্কুলজীবনের পেন্সিল বক্স, ফাইল এমনকি ঘরজুড়ে টম ক্রুজের ছবি ও পোস্টার শোভা পেত।

আমিশা বলেন, মজার ছলে প্রায়ই তিনি বলতেন টমের জন্য তিনি নিজের সব নীতি ভেঙে দিতে রাজি। এমনকি প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান— টম ক্রুজের সঙ্গে এক রাত কাটানোর বিষয়েও তিনি আপত্তি করবেন না।

এই প্রথম নয়, আমিশা আগেও টমের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। কয়েক বছর আগে এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন অভিনেতার সঙ্গে তিনি জীবনের ভূমিকা বদলাতে চান। তখনো তিনি বলেছিলেন— সুযোগ পেলে টম ক্রুজকে বিয়ে করতে চান।

উল্লেখ্য, আমিশা প্যাটেলকে সর্বশেষ ‘তৌবা তেরা জলওয়া’ ছবিতে দেখা গিয়েছিল, যদিও সেটি বড় কোনো সাড়া ফেলতে পারেনি। বর্তমানে তার নতুন কোনো প্রকল্পের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।