যেন আমি সবার জন্য সহজ টার্গেট: আসিফ মাহমুদ
- সর্বশেষ আপডেট ১০:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 296
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি বা এর অঙ্গসংগঠনের কেউ জড়িত ছিলেন না বলে দাবি করেছেন দলটির নেতা ইশরাক হোসেন। তবে তার অভিযোগ, সংঘর্ষে জড়িতরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঘনিষ্ঠ।
এই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘কিছু হলেই দায় পড়ে আমার ঘাড়ে।’
আসিফ মাহমুদ লিখেছেন, “এর আগেও আন্দোলনের সময় দুই গ্রুপ নিজেদের মধ্যে মারামারি করে আহত হয়েছিল, এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মূল বিষয় হলো—নগর ভবনে দখল ও প্রভাব বিস্তারকে ঘিরেই সংঘর্ষ।”
তিনি অভিযোগ করে বলেন, “ইশরাক হোসেন এর আগেও নগর ভবনের দরজায় তালা লাগিয়ে সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আসিফ মাহমুদ সিটি করপোরেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।’ আজও একইভাবে সব দায় আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।”
উপদেষ্টার ভাষায়, “নিজ দলের কিছু মানুষের উসকানিতে আন্দোলনে জড়িয়ে পড়ে গণ্ডগোল হলে, তার দায়ও আসিফ মাহমুদকে দিয়ে দাও। যেন আমি সবার জন্য সহজ টার্গেট!”
ঘটনার পেছনের প্রেক্ষাপট নিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডিএসসিসির নগর ভবনে বিএনপির সমর্থক শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে হঠাৎ সংঘর্ষ বেঁধে যায়। একপক্ষ আরেক পক্ষের কাউকে পেলেই গণপিটুনিতে মেতে ওঠে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্সের অনুসারীরা নগর ভবনে প্রবেশের সময় সভাপতি আরিফ চৌধুরীর অনুসারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
তবে ইশরাক হোসেন পুরো ঘটনার জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, “নাগরিক সেবা বিঘ্নিত করার মাধ্যমে আন্দোলনকে অন্য খাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নগর ভবনে হামলা চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপির নামে স্লোগান দিয়ে বাইরে থেকে ভাড়া করা সন্ত্রাসীদের মাধ্যমে নির্মমভাবে হামলা চালানো হয়েছে। আমাদের পরিচিত নেতাকর্মীদের হত্যা করাই ছিল এ হামলার মূল লক্ষ্য।”































