ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:০০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 123

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

গাজার যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী মঙ্গলবার গাজা শহরে গুলি চালিয়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতরা নিজেদের বাসায় ফেরার সময় লক্ষ্যবস্তু হয়ে পড়েন। ঘটনাটি আলজাজিরা নিউজে জানানো হয়।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) দাবি করেছে, সেনাদের খুব কাছাকাছি আসায় সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। অপরদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে মৃত ঘোষণা করা হয় নিহতদের।

এর আগে, যুদ্ধবিরতির অংশ হিসেবে ১৩ অক্টোবর হামাস ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়। তেল-আবিবও গুরুতর সাজাপ্রাপ্ত ২৫০ বন্দিসহ ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়। এই সুযোগে খান ইউনিসের নাসের হাসপাতালে তাদের স্বাগত জানাতে হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

সোমবার যুদ্ধবিরতি কার্যকর হয়, হামাস গাজা থেকে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয় এবং ইসরাইলও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন।

গাজার পরিস্থিতি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর উল্টো দিকে মোড় নেয়। ওই হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জন জিম্মি হন। এর জবাবে দুই বছরের ইসরায়েলি সামরিক অভিযানে গাজার প্রায় ৬৮,০০০ মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এখনও হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

সর্বশেষ আপডেট ১১:০০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

গাজার যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী মঙ্গলবার গাজা শহরে গুলি চালিয়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতরা নিজেদের বাসায় ফেরার সময় লক্ষ্যবস্তু হয়ে পড়েন। ঘটনাটি আলজাজিরা নিউজে জানানো হয়।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) দাবি করেছে, সেনাদের খুব কাছাকাছি আসায় সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। অপরদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে মৃত ঘোষণা করা হয় নিহতদের।

এর আগে, যুদ্ধবিরতির অংশ হিসেবে ১৩ অক্টোবর হামাস ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়। তেল-আবিবও গুরুতর সাজাপ্রাপ্ত ২৫০ বন্দিসহ ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়। এই সুযোগে খান ইউনিসের নাসের হাসপাতালে তাদের স্বাগত জানাতে হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

সোমবার যুদ্ধবিরতি কার্যকর হয়, হামাস গাজা থেকে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয় এবং ইসরাইলও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন।

গাজার পরিস্থিতি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর উল্টো দিকে মোড় নেয়। ওই হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জন জিম্মি হন। এর জবাবে দুই বছরের ইসরায়েলি সামরিক অভিযানে গাজার প্রায় ৬৮,০০০ মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এখনও হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।