ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 39

চলমান সরকাবিরোধী আন্দোলনে দেশটিতে শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার বিভিন্ন গোষ্ঠী। বিক্ষোভে উত্তাল ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে তারা পাল্টা জবাব দেবে।

রোববার (১১ জানুয়ারি) তেহরানের এক ব্যক্তি বলেন, ‘এখানকার পরিস্থিতি খুবই, খুবই খারাপ। আমাদের অনেক বন্ধু নিহত হয়েছেন। এটি যেন যুদ্ধক্ষেত্র-রাস্তাঘাট রক্তে ভরে গেছে। ট্রাকে করে মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে।’

তেহরানের কাছাকাছি একটি মর্গ থেকে পাওয়া ফুটেজে বিবিসি প্রায় ১৮০টি মরদেহের ব্যাগ গণনা করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা সারাদেশে ৪৯৫ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর বিষয়টি যাচাই করেছে।

সংস্থাটি আরও জানায়, টানা দুই সপ্তাহের এই অস্থিরতার মধ্যে আরও ১০ হাজার ৬০০ জনকে আটক করা হয়েছে।

বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে। তবে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের নেতারা তাকে ফোন করেছেন এবং তারা ‘আলোচনা করতে চান’। তবে তিনি যোগ করেন, বৈঠক হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে ‘পদক্ষেপ নিতে হতে পারে’।

যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ বিবেচনা করছে, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। তবে রোববার তিনি বলেন, ‘আমরা খুবই কঠোর কিছু বিকল্প নিয়ে ভাবছি।’

ইরানের সংসদের স্পিকার সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে ওই অঞ্চলে ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও শিপিং সেন্টারগুলো হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

চরম মূল্যস্ফীতির প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা এখন ইরানের শাসনব্যবস্থার পতনের দাবিতে রূপ নিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সর্বশেষ আপডেট ১১:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

চলমান সরকাবিরোধী আন্দোলনে দেশটিতে শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার বিভিন্ন গোষ্ঠী। বিক্ষোভে উত্তাল ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে তারা পাল্টা জবাব দেবে।

রোববার (১১ জানুয়ারি) তেহরানের এক ব্যক্তি বলেন, ‘এখানকার পরিস্থিতি খুবই, খুবই খারাপ। আমাদের অনেক বন্ধু নিহত হয়েছেন। এটি যেন যুদ্ধক্ষেত্র-রাস্তাঘাট রক্তে ভরে গেছে। ট্রাকে করে মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে।’

তেহরানের কাছাকাছি একটি মর্গ থেকে পাওয়া ফুটেজে বিবিসি প্রায় ১৮০টি মরদেহের ব্যাগ গণনা করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা সারাদেশে ৪৯৫ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর বিষয়টি যাচাই করেছে।

সংস্থাটি আরও জানায়, টানা দুই সপ্তাহের এই অস্থিরতার মধ্যে আরও ১০ হাজার ৬০০ জনকে আটক করা হয়েছে।

বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে। তবে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের নেতারা তাকে ফোন করেছেন এবং তারা ‘আলোচনা করতে চান’। তবে তিনি যোগ করেন, বৈঠক হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে ‘পদক্ষেপ নিতে হতে পারে’।

যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ বিবেচনা করছে, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। তবে রোববার তিনি বলেন, ‘আমরা খুবই কঠোর কিছু বিকল্প নিয়ে ভাবছি।’

ইরানের সংসদের স্পিকার সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে ওই অঞ্চলে ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও শিপিং সেন্টারগুলো হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

চরম মূল্যস্ফীতির প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা এখন ইরানের শাসনব্যবস্থার পতনের দাবিতে রূপ নিয়েছে।