যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছে আরও একদল বাংলাদেশি
- সর্বশেষ আপডেট ১০:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 169
অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও একদল বাংলাদেশি নাগরিক। আজ রাত ৯টার দিকে একটি চার্টার্ড বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজে করে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। উড়োজাহাজটিকে ৭২ ঘণ্টা ঢাকায় থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো এ বছরের জন্য নতুন ঘটনা নয়। গত ২ আগস্ট ভোরে একটি সি-১৭ সামরিক উড়োজাহাজে করে ৩৯ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। তাঁদের অভিযোগ ছিল, প্রায় ৬০ ঘণ্টার দীর্ঘ ভ্রমণে তাঁদের হাতকড়া ও শিকলে বেঁধে রাখা হয়েছিল।
এ ছাড়া চলতি বছরের ৮ জুন আরেকটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। তখন ১৬ জনের পরিচয় যাচাই নিয়ে জটিলতা দেখা দেয়। তাঁদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে মামলায় হেরে থেকেও অবস্থান করছিলেন এবং আরেকজন আলাদা মামলায় সাজাভোগ করেছিলেন। তবে সবাইকে অনিয়মিত অভিবাসী হিসেবে শনাক্ত করে ফেরত পাঠানো হয়।
একাধিক সূত্র জানিয়েছে, এ বছরের ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সময়ে কয়েকটি চার্টার্ড ফ্লাইটে অন্তত ৩৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। সব মিলিয়ে ২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে।































