যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত
- সর্বশেষ আপডেট ০১:১৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 67
যুক্তরাষ্ট্র আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, রাশিয়া, নাইজেরিয়া, ইয়েমেনসহ ৭৫ দেশের সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করেছে। পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ চলবে।
স্টেট ডিপার্টমেন্টের নির্দেশে কনস্যুলাররা ‘পাবলিক চার্জ’ আইনের আওতায় আবেদন বাতিল করতে পারবেন। নতুন নিয়মে বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক অবস্থা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনের মতো বিষয় বিবেচনা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও বাণিজ্যিক কার্যক্রমে বড় প্রভাব ফেলবে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট জানিয়েছেন, যাদের মার্কিন সমাজে অতিরিক্ত সহায়তার ওপর নির্ভর করার সম্ভাবনা আছে, তাদের ভিসা বাতিল হবে। সীমিত ক্ষেত্রে ছাড় দেওয়া হবে যেখানে আবেদনকারী পাবলিক চার্জের শর্ত পূরণ করবে।
এর আগে ২০২৬ সালের শুরুতে ট্রাম্প প্রশাসন এক লক্ষাধিক ভিসা বাতিল করেছিল। এবার পুনঃমূল্যায়নের জন্য ৭৫ দেশের জন্য নতুন স্থগিতাদেশ জারি করা হয়েছে।





































