যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত দুই ফায়ারফাইটার
- সর্বশেষ আপডেট ০২:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 226
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহোর পাহাড়ি এলাকায় আগুন নেভাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন দুই দমকলকর্মী। গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় রোববার (২৯ জুন) দুপুর ২টার দিকে কোউর ডিঅ্যালেন শহরের কাছে এ ঘটনা ঘটে।
কোতেনাই কান্ট্রি শেরিফ রবার্ট নরিস জানান, একটি উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে এক বন্দুকধারী আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। প্রথমে বনে আগুন লাগার খবর আসে দুপুর ১টা ২২ মিনিটে। মাত্র এক ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস সদস্যদের ওপর গুলির খবর পাওয়া যায়।
নরিস বলেন, “স্নাইপারের গুলি চলার সময় বিভিন্ন দিক থেকে গুলির শব্দ পাওয়া গেছে, ফলে একাধিক বন্দুকধারীর আশঙ্কা করছি।”
এখনও নিশ্চিত হওয়া যায়নি বন্দুকধারীর সংখ্যা একজন না একাধিক। ঘটনাস্থল শহরের কেন্দ্র থেকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার উত্তরে।
ঘটনার সময় আশপাশের এলাকাবাসীকে সর্তক করে দেওয়া হয় এবং এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঘটনাস্থলে এফবিআই সদস্যরাও উপস্থিত ছিলেন। সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কৌশলগত সহায়তা দিচ্ছেন।
ঘটনার নিন্দা জানিয়ে আইডাহোর গভর্নর ব্রাড লিটল বলেন, “সাহসী ফায়ারফাইটারদের ওপর নির্মম হামলা হয়েছে। আমরা নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এ ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে কাজ করছি।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল, তাই সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ পরিচালনায় সহায়তা করার অনুরোধ করছি।”































