ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে পিটার হাস, সারাদিনের গুঞ্জন আসলে ‌গুজব

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 126

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতারা (ফাইল ফটো)

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে কক্সবাজারে নয়, অবস্থান করছেন ওয়াশিংটন ডিসিতে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে একাধিক সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানীতেই রয়েছেন।

এদিন সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক হয়েছে’; এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। একাধিক টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, কক্সবাজারের একটি হোটেলে তারা পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তবে হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানান, “আমাদের হোটেলে পিটার হাস তো দূরের কথা, কোনও বিদেশি অতিথিও নেই। বৈঠকের প্রশ্নই ওঠে না।”

এর আগে সকালে কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, এনসিপির নেতারা হোটেলে পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সেটিকে ‘অপপ্রচার’ বলে দাবি করেন। তিনি বলেন, “আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি।”

একই মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, “বৈঠকের বিষয়টি সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেক-ইন করে এরকম একটি সংবাদ দেখতে পেলাম। এটি পুরোপুরি গুজব। এমন কিছুই হয়নি, আমরা কেবল ঘুরতে এসেছি।”

বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এনসিপির নেতারা ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান এবং দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হোটেল সি পার্লে আসেন। হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে হোটেলে আনা হয়; জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্রে পিটার হাস, সারাদিনের গুঞ্জন আসলে ‌গুজব

সর্বশেষ আপডেট ০৯:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে কক্সবাজারে নয়, অবস্থান করছেন ওয়াশিংটন ডিসিতে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে একাধিক সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানীতেই রয়েছেন।

এদিন সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক হয়েছে’; এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। একাধিক টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, কক্সবাজারের একটি হোটেলে তারা পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তবে হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানান, “আমাদের হোটেলে পিটার হাস তো দূরের কথা, কোনও বিদেশি অতিথিও নেই। বৈঠকের প্রশ্নই ওঠে না।”

এর আগে সকালে কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, এনসিপির নেতারা হোটেলে পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সেটিকে ‘অপপ্রচার’ বলে দাবি করেন। তিনি বলেন, “আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি।”

একই মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, “বৈঠকের বিষয়টি সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেক-ইন করে এরকম একটি সংবাদ দেখতে পেলাম। এটি পুরোপুরি গুজব। এমন কিছুই হয়নি, আমরা কেবল ঘুরতে এসেছি।”

বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এনসিপির নেতারা ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান এবং দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হোটেল সি পার্লে আসেন। হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে হোটেলে আনা হয়; জানিয়েছে পুলিশ।