যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন
- সর্বশেষ আপডেট ১১:০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 80
যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। অর্থাৎ দেশটির ফেডারেল সরকার কার্যত শাটডাউন অবস্থায়। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট ও অর্থায়ন নিয়ে সমঝোতা না হওয়ায় এই পরিস্থিতি আরও কয়েক দিন বা সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। মূল বিরোধের বিষয় হলো ওবামা কেয়ার ভর্তুকি সংক্রান্ত বাজেট।
শাটডাউনের কারণে হাজারো সরকারি কর্মী কাজ থেকে ছাঁটাইয়ের মুখোমুখি হতে পারেন। হোয়াইট হাউজ জানিয়েছে, কিছু অপরিহার্য সংস্থা ও কার্যক্রম চালু থাকবে। তবে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ডব্লিউআইসি (WIC) কর্মসূচি নিয়ে, যা নিম্ন আয়ের নারী, শিশু ও নবজাতকদের খাদ্য সহায়তা প্রদান করে। প্রায় ৭০ লাখ মানুষ এই কর্মসূচির উপর নির্ভরশীল। অর্থ বরাদ্দ না হলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে এর তহবিল ফুরিয়ে যেতে পারে।
মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত ১৫০ মিলিয়ন ডলার জরুরি তহবিল রাজ্যগুলোকে দেওয়া হবে। এছাড়া শিশুখাদ্য প্রস্তুতকারক কোম্পানি ও রাজ্যগুলোর নিজস্ব অর্থ ব্যবহার করতে পারবে। ২০২৫ অর্থবছরে ডব্লিউআইসি পেয়েছিল ৭.৬ বিলিয়ন ডলার, চলতি অর্থবছরে সেনেট ৮.২ বিলিয়ন ডলার প্রস্তাব করছে।
শরৎকালীন ভ্রমণ মৌসুমে অনেক জাতীয় উদ্যানও সরকারি অচলাবস্থার কারণে বন্ধ হয়ে গেছে। অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, উদ্যানের সড়ক, ট্রেইল ও মুক্ত আকাশের স্মৃতিস্তম্ভ খোলা থাকবে, তবে সংবেদনশীল প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য কিছু এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে।
ন্যাশনাল পার্কস কনজারভেশন অ্যাসোসিয়েশন (NPCA) সতর্ক করেছে, প্রতিদিন উদ্যান বন্ধ থাকলে ফি বাবদ প্রায় ১০ লাখ ডলার ক্ষতি হতে পারে, এবং আশপাশের কমিউনিটিগুলোতে দৈনিক ৮০ মিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, শাটডাউন যত দীর্ঘ হয়, তত দেশটির সাধারণ জনগণ ও অর্থনীতির ওপর প্রভাব বেড়ে যাবে। খবর সিএনএন।






































