ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 54

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিলে মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউনাইটেড পার্সেল সার্ভিসের (ইউপিএস) একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত সাতজন নিহতের পাশাপাশি অন্তত ১১ জন আহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে তিনজন ক্রু ছিলেন বলে জানিয়েছে ইউপিএস। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিমানটি লুইভিল থেকে হাওয়াইয়ের হনলুলুর ড্যানিয়েল কে. ইনোয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ম্যাকডনেল ডগলাস এমডি-১১ মডেলের এই মালবাহী বিমানটি বিমানবন্দর থেকে প্রায় তিন মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেকঅফের সময় ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। দুর্ঘটনার সময় বিমানে ছিল প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি।

লুইভিলের ইউওএফএল হেলথ হাসপাতাল জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থল থেকে ১০ জন রোগী গ্রহণ করেছে, যাদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

১৯৯৭ সালে ম্যাকডনেল ডগলাস অধিগ্রহণ করেছে বোয়িং। কম্পানিটি বলেছে, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সমবেদনা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৭

সর্বশেষ আপডেট ০১:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিলে মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউনাইটেড পার্সেল সার্ভিসের (ইউপিএস) একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত সাতজন নিহতের পাশাপাশি অন্তত ১১ জন আহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে তিনজন ক্রু ছিলেন বলে জানিয়েছে ইউপিএস। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিমানটি লুইভিল থেকে হাওয়াইয়ের হনলুলুর ড্যানিয়েল কে. ইনোয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ম্যাকডনেল ডগলাস এমডি-১১ মডেলের এই মালবাহী বিমানটি বিমানবন্দর থেকে প্রায় তিন মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেকঅফের সময় ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। দুর্ঘটনার সময় বিমানে ছিল প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি।

লুইভিলের ইউওএফএল হেলথ হাসপাতাল জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থল থেকে ১০ জন রোগী গ্রহণ করেছে, যাদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

১৯৯৭ সালে ম্যাকডনেল ডগলাস অধিগ্রহণ করেছে বোয়িং। কম্পানিটি বলেছে, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সমবেদনা।