যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত
- সর্বশেষ আপডেট ০২:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 267
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি F-35C স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
বিমানটি স্থানীয় সময় বিকাল ৬টা ৩০ মিনিটে ক্যালিফোর্নিয়ার Naval Air Station Lemoore থেকে উড্ডয়ন করেছিল। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির মুখোমুখি হয় এফ-৩৫ সি মডেলের বিমানটি।
পাইলট সময়মতো বিমান থেকে ‘ইজেক্ট’ করে প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।
সামরিক সূত্রে জানা গেছে, বিমানটি VF-125 স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ছিল। এই মডেলের বিমানগুলি মূলত নৌবাহিনীর জন্য তৈরি এবং অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকারী দল উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় বিমানটি একটি অনাবাদি খোলা জায়গায় পড়ে বিধ্বস্ত হয়, ফলে আশেপাশের এলাকায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মার্কিন নৌবাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি একটি যান্ত্রিক ত্রুটি বলেই ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তাজনিত বা সাইবার হুমকির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
F-35 সিরিজের যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সামরিক বাহিনীর মূল শক্তির অংশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই মডেলের একাধিক দুর্ঘটনা এবং প্রযুক্তিগত ত্রুটি আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, F-35 C হলো Lockheed Martin-এর তৈরি এমন একটি ফাইটার জেট, যা স্টেলথ প্রযুক্তি, সুপারসনিক গতি ও উন্নত অস্ত্র বহনে সক্ষম। এই বিমানের দাম প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার।































