যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫ সৈনিক
- সর্বশেষ আপডেট ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 125
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অন্যতম বড় সামরিক ঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে একজন সেনা সদস্য নিজ সহকর্মীদের ওপর গুলি চালিয়ে পাঁচজনকে আহত করেছেন। অভিযুক্ত ওই সেনা সার্জেন্ট কোরনেলিয়াস র্যাডফোর্ড (বয়স ২৮), যিনি একটি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন।
ঘটনার পরপরই অন্যান্য সেনা সদস্যরা তাকে আটক করে, এবং সাময়িকভাবে পুরো ঘাঁটিতে লকডাউন জারি করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, আহতদের মধ্যে তিনজনকে অস্ত্রোপচার করাতে হয়েছে, তবে সবাই এখন স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
লুবাস আরও বলেন, সহকর্মীরা সাহসিকতার সঙ্গে র্যাডফোর্ডকে থামিয়ে দিয়েছেন, যার ফলে আরও বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে কী কারণে র্যাডফোর্ড এই হামলা চালিয়েছেন, সে বিষয়ে সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।
ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং র্যাডফোর্ডকে হেফাজতে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তার উদ্দেশ্য ও মানসিক অবস্থা যাচাই-বাছাই করা হচ্ছে।
সাধারণত এমন সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত। তবে এই ধরনের হামলা আবারও সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলেছে।
তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এই ঘটনার পেছনের প্রেক্ষাপট ও কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
































