যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ বিএনপি মহাসচিবের
- সর্বশেষ আপডেট ০৯:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 4
সম্প্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি সংবাদের বরাত দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গোপন আঁতাত বাংলাদেশের স্বার্থে মোটেও শুভকাম্যজনক নয়।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
সর্বভোমত্বের ক্ষতি হতে পারে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, এমন ষড়যন্ত্র দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। তবে তিনি বলেছেন বিষয়টির সত্যতা যাচাই করতে বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসা করবে।
তিনি বলেন, “ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে জামায়াত ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন যোগাযোগের বিষয় উঠে এসেছে। দেশের জনগণকে অন্ধকারে রেখে এমন আন্তর্জাতিক আঁতাত কখনোই গ্রহণযোগ্য নয়।”
রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।
ফখরুল আরও বলেন, সমসাময়িক বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের গোপন আঁতাত দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেন।































