ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আন্দালিব রহমান পার্থ

যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ. লীগ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 255

আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, “যারা ফেসবুকে লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ।” তিনি বলেন, দেশের কোটি কোটি মা আজ ভয়ে আছেন— তাদের সন্তানরা হয়তো আর ফিরে আসবে না। আন্দোলনের সময় যারা পথে নেমেছিল, তারা আশঙ্কা করে— ভিডিও দেখে দেখে তাদের গ্রেপ্তার বা খুন করা হবে।

১ জুলাই, রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তিতে বিএনপির আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে এসব কথা বলেন পার্থ।

তিনি বলেন, “আওয়ামী লীগ মেধার রাজনীতিতে নয়, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে। এদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। খুব শিগগিরই আওয়ামী লীগ বলবে আন্দোলনকারীরা জঙ্গি। তখন তারা একসঙ্গে কাজ করার কথা বলবে। আমি বলছি, সেই ফাঁদে পা দেবেন না। একটাই জায়গায় এক হতে হবে— আওয়ামী লীগ যেন আর কখনো রাজনীতিতে ফিরতে না পারে।”

আন্দালিব রহমান পার্থ বলেন, “স্পেশাল ক্রিমিনালের জন্য স্পেশাল আইন দরকার। সাধারণ আইন দিয়ে তাদের বিচার চলে না। তারা আজও অনুতপ্ত নয়। বরং একজন কেন্দ্রীয় নেতা জুলাই আন্দোলনকে দাঙ্গা বলছে। আবু সাঈদের মৃত্যুর পর তারা বলেছিল, সে মাদকাসক্ত ছিল। তারা এখনও তাদের পরাজয় মেনে নিতে পারেনি।”

তিনি বলেন, “আল্লাহ যদি নারাজ হন, তবে তিনি জিবরাইলকেও ধ্বংসের আদেশ দেন। এই কথাটি আমি গভীরভাবে ভাবি। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”

আওয়ামী লীগের দীর্ঘ শাসন নিয়ে তিনি বলেন, “গত ১৭ বছর তারা ক্ষমতায় থেকেছে ভয় দেখিয়ে, ভালোবাসা বা ভোটের জোরে নয়। গুম, খুন, নির্যাতনের মাধ্যমে মানুষকে চুপ করিয়ে রেখেছিল। কিন্তু তারা বুঝতে পারেনি— ভয় একদিন ঘৃণায় রূপ নেবে, আর ঘৃণা থেকে তৈরি হবে গণঅভ্যুত্থান। আজ এত বড় একটি দল মানুষের মন থেকে মুছে গেছে।”

তিনি বলেন, “এরশাদের পতনের দুই দিন পরেও মাঠে নেতারা ছিলেন। কিন্তু আজ আওয়ামী লীগ ১০ মাসেও গর্ত থেকে বের হতে পারেনি। একটি রাজনৈতিক দল কীভাবে ক্রিমিনাল এন্টারপ্রাইজে রূপ নেয়, তা গভীর ভাবনার বিষয়।”

পার্থ বলেন, “যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের মনে রাখতে হবে— মানুষের হৃদয় থেকে যেন কখনো উঠেপড়ে না যায়। তাদের হাতে আওয়ামী লীগের ‘বৈঠা’ তুলে দিতে হবে, যাতে তারা জানেন— কীভাবে না চলতে হয়।”

বিএনপির প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, “গত ৯ মাসে বিএনপির মধ্যে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা দেখেছি। এটা প্রশংসার দাবি রাখে। যদি তারা সামনে ক্ষমতায় আসে, এই উদারতা যেন ধরে রাখে।”

পার্থ জুলাই আন্দোলনে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আন্দালিব রহমান পার্থ

যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ. লীগ

সর্বশেষ আপডেট ১০:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, “যারা ফেসবুকে লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ।” তিনি বলেন, দেশের কোটি কোটি মা আজ ভয়ে আছেন— তাদের সন্তানরা হয়তো আর ফিরে আসবে না। আন্দোলনের সময় যারা পথে নেমেছিল, তারা আশঙ্কা করে— ভিডিও দেখে দেখে তাদের গ্রেপ্তার বা খুন করা হবে।

১ জুলাই, রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তিতে বিএনপির আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে এসব কথা বলেন পার্থ।

তিনি বলেন, “আওয়ামী লীগ মেধার রাজনীতিতে নয়, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে। এদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। খুব শিগগিরই আওয়ামী লীগ বলবে আন্দোলনকারীরা জঙ্গি। তখন তারা একসঙ্গে কাজ করার কথা বলবে। আমি বলছি, সেই ফাঁদে পা দেবেন না। একটাই জায়গায় এক হতে হবে— আওয়ামী লীগ যেন আর কখনো রাজনীতিতে ফিরতে না পারে।”

আন্দালিব রহমান পার্থ বলেন, “স্পেশাল ক্রিমিনালের জন্য স্পেশাল আইন দরকার। সাধারণ আইন দিয়ে তাদের বিচার চলে না। তারা আজও অনুতপ্ত নয়। বরং একজন কেন্দ্রীয় নেতা জুলাই আন্দোলনকে দাঙ্গা বলছে। আবু সাঈদের মৃত্যুর পর তারা বলেছিল, সে মাদকাসক্ত ছিল। তারা এখনও তাদের পরাজয় মেনে নিতে পারেনি।”

তিনি বলেন, “আল্লাহ যদি নারাজ হন, তবে তিনি জিবরাইলকেও ধ্বংসের আদেশ দেন। এই কথাটি আমি গভীরভাবে ভাবি। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”

আওয়ামী লীগের দীর্ঘ শাসন নিয়ে তিনি বলেন, “গত ১৭ বছর তারা ক্ষমতায় থেকেছে ভয় দেখিয়ে, ভালোবাসা বা ভোটের জোরে নয়। গুম, খুন, নির্যাতনের মাধ্যমে মানুষকে চুপ করিয়ে রেখেছিল। কিন্তু তারা বুঝতে পারেনি— ভয় একদিন ঘৃণায় রূপ নেবে, আর ঘৃণা থেকে তৈরি হবে গণঅভ্যুত্থান। আজ এত বড় একটি দল মানুষের মন থেকে মুছে গেছে।”

তিনি বলেন, “এরশাদের পতনের দুই দিন পরেও মাঠে নেতারা ছিলেন। কিন্তু আজ আওয়ামী লীগ ১০ মাসেও গর্ত থেকে বের হতে পারেনি। একটি রাজনৈতিক দল কীভাবে ক্রিমিনাল এন্টারপ্রাইজে রূপ নেয়, তা গভীর ভাবনার বিষয়।”

পার্থ বলেন, “যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের মনে রাখতে হবে— মানুষের হৃদয় থেকে যেন কখনো উঠেপড়ে না যায়। তাদের হাতে আওয়ামী লীগের ‘বৈঠা’ তুলে দিতে হবে, যাতে তারা জানেন— কীভাবে না চলতে হয়।”

বিএনপির প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, “গত ৯ মাসে বিএনপির মধ্যে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা দেখেছি। এটা প্রশংসার দাবি রাখে। যদি তারা সামনে ক্ষমতায় আসে, এই উদারতা যেন ধরে রাখে।”

পার্থ জুলাই আন্দোলনে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।