যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রাম-ঢাকা ফ্লাইট ফিরে গেল
- সর্বশেষ আপডেট ১০:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 208
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার পর ফিরে আসতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮:৫৮ মিনিটে ওই ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের সূত্রে জানা গেছে, বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়, যার কারণে ঢাকা বিমানবন্দরে অবতরণ না করে বিমানটি চট্টগ্রামে ফিরে আসে।
ফ্লাইট বিজি-১৪৮ সকাল ৭:১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছায় এবং সকাল ৮:৩৭ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। আকাশে ওঠার পর যান্ত্রিক ত্রুটির কারণে নিরাপত্তার স্বার্থে বিমানটি পুনরায় চট্টগ্রামে ফিরে আসে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং ফ্লাইটে থাকা সকল যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। বর্তমানে বিমানটি বে নম্বর-৮ এ রয়েছে।
































