যাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি!
- সর্বশেষ আপডেট ০৭:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 143
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধকালীন পরিস্থিতিতে রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সর্বোচ্চ পরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন বলে জানা গেছে। ইরান ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, খামেনিকে তেহরানের উত্তর-পূর্বাঞ্চল লাভিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোজতবা খামেনিও আছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ট্রুথ পোস্টে উল্লেখ করেছেন, তারা জানেন ‘তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন’, তিনি সহজ টার্গেট হলেও আপাতত তাঁকে হত্যা করা হবে না। তবে ধৈর্যের সীমানা অতিক্রমের আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি আরও বলেন, ‘আমরা চাই না বেসামরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক।’

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ক্ষমতা হস্তান্তর ‘প্রি-এম্পটিভ ট্রান্সফার অব অথরিটি’ নামে পরিচিত একটি প্রক্রিয়া, যার মাধ্যমে যুদ্ধকালীন সময় কমান্ড কাঠামো অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে যদি খামেনি নিহত হন।
ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের অষ্টম দিনে উভয় পক্ষ একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িত রয়েছে। ইসরায়েলের বিমান হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। পাল্টা জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।’
এক বিবৃতিতে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথে চলার চেষ্টা করেছি। বর্তমান পরিস্থিতিতে শান্তি তখনই সম্ভব, যখন জায়নবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং তা স্থায়ীভাবে বন্ধ রাখার নিশ্চয়তা দেবে।’
































