ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়িতে সিএনজি দুর্ঘটনায় প্রাণ গেল যাত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 72

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় শাহিন (৩৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক মো. ফিরোজ মিয়া (৪৫) আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মাতুয়াইল মেডিকেলের সামনে ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পথচারীরা আহত অবস্থায় শাহিন ও ফিরোজ মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে শাহিনকে মৃত ঘোষণা করেন। আহত চালক ফিরোজ মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাহিনের ভাই মো. শামীম জানান, শাহিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা। তাদের বাবার নাম শামছুল হক। শাহিন স্ত্রী ও সন্তান নিয়ে রাজধানীর ডেমড়া সানারপাড় এলাকায় থাকতেন এবং বিভিন্ন বিয়েবাড়িতে বাবুর্চির কাজ করতেন। রাতে কাজ শেষে সিএনজিতে করে বাসায় ফেরার পথে মাতুয়াইল মেডিকেলের সামনে ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিবুর রহমান বলেন, ইউটার্ন নেয়ার সময় সিএনজি দুর্ঘটনার শিকার হয়। এতে যাত্রী শাহিন মারা যান এবং চালক আহত হন। কোনও অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছিল কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যাত্রাবাড়িতে সিএনজি দুর্ঘটনায় প্রাণ গেল যাত্রীর

সর্বশেষ আপডেট ১২:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় শাহিন (৩৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক মো. ফিরোজ মিয়া (৪৫) আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মাতুয়াইল মেডিকেলের সামনে ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পথচারীরা আহত অবস্থায় শাহিন ও ফিরোজ মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে শাহিনকে মৃত ঘোষণা করেন। আহত চালক ফিরোজ মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাহিনের ভাই মো. শামীম জানান, শাহিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা। তাদের বাবার নাম শামছুল হক। শাহিন স্ত্রী ও সন্তান নিয়ে রাজধানীর ডেমড়া সানারপাড় এলাকায় থাকতেন এবং বিভিন্ন বিয়েবাড়িতে বাবুর্চির কাজ করতেন। রাতে কাজ শেষে সিএনজিতে করে বাসায় ফেরার পথে মাতুয়াইল মেডিকেলের সামনে ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিবুর রহমান বলেন, ইউটার্ন নেয়ার সময় সিএনজি দুর্ঘটনার শিকার হয়। এতে যাত্রী শাহিন মারা যান এবং চালক আহত হন। কোনও অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছিল কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।