৫টিতে শতভাগ পাস
যশোর বোর্ডে ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল
- সর্বশেষ আপডেট ০১:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 145
যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। অন্যদিকে, পাঁচটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর শিক্ষাবোর্ডের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম। এ বছর বোর্ডের গড় পাসের হার ৫০.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।
শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার বিএন কলেজ (১১ জন), খুলনার ডুমুরিয়া মডেল কলেজ (১ জন), খুলনা সদরের হোম ইকোনমিক্স কলেজ (১ জন), পাইকগাছার কপিলমনি সহচারী বিদ্যা মন্দির (৫ জন) ও তেরখাদা আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ (৮ জন)।
মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও নড়াইলের আরও ১৫টি প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা পাস করতে পারেনি। প্রত্যেক প্রতিষ্ঠান ও পরীক্ষার্থী সংখ্যা যথাযথভাবে তালিকাভুক্ত করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন বলেন, “জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের কিছু ঘাটতি ছিল। পাশাপাশি খাতার যথাযথ মূল্যায়নের কারণে পাশের হার কমেছে। শূন্য পাশের কলেজের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”


































