যশোরে সেনাকর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৪০ ভরি স্বর্ণ লুট
- সর্বশেষ আপডেট ০৮:১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 119
যশোরে এক সেনা কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার বোলপুর গ্রামের সেনা কর্মকর্তা হাসিবুর রহমানের বাড়ি থেকে চুরেরা ভোররাতে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোররাতে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, বোলপুর গ্রামে হাসিবুর ইসলাম নামে এক সেনা কর্মকর্তার বাড়ীতে চুরি হয়।। খোয়া গেছে নগদ ৬ লক্ষ টাকাসহ প্রায় ৪০ ভরি স্বর্ণ। সেনাকর্মকর্তা হাসিবুরের স্ত্রী ঢাকায় বসবাস করতেন। নির্মানাধীন বাড়ীটি দেখাশোনা করতেন তার শ্যালক সুমন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুমন ডাক্তার দেখাতে গিয়ে আর বাড়ি ফিরেনি। শুক্রবার সন্ধ্যায় ফিরে দেখেন ঘরের দরজার লক ভেঙ্গে চুরি হয়ে গেছে দামি দামি আসবাবপত্র নগদ টকা ও র্স্বণলংকার।
হাসিবুরের স্ত্রী শ্রাবণী আক্তার জানান, বাড়ী থেকে নগদ ৬ লক্ষ টাকাসহ প্রায় ৪০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় চুরেরদল।
বাড়ি দেখভালের দায়িত্বে থাকা শ্যালক সুমন হোসেন জানান, বৃহস্পতিবার রাত ২ টার দিকে দরজা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। আমি বাড়ীতে ছিলাম না, এসে দেখি চুরি করে সব নিয়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত খান। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
































