ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গ্লোবাল ডে অব প্যারেন্টস উদযাপন

যশোরে বাবা-মায়ের জুতা মুছে দিল খুদে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০১:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 309

বাবা-মায়ের পা মুছে দিল খুদে শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ‘গ্লোবাল ডে অব প্যারেন্টস’ উপলক্ষে যশোরের খুদে শিক্ষার্থীরা তাদের বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে।

রোববার বিকেলে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ব্রাদার টিটোস হোম স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ বাবা-মায়ের পা মুছে দিয়ে এবং জুতা পরিষ্কার করে দিনটি উদযাপন করে। এরপর শিশুরা নিজেদের হাতে আঁকা শুভেচ্ছা কার্ড উপহার দেয় মা-বাবাকে।

অনুষ্ঠানের শুরুতে বাবা-মায়েরা মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। সন্তানেরা টিস্যু হাতে এগিয়ে গিয়ে তাদের জুতা পরিস্কার করে। এই সময় অনেক অভিভাবক আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে সন্তানদের শপথ করানো হয়—তারা যেন বাবা-মাকে সম্মান করে, মিথ্যা কথা না বলে এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়।

‘শ্রদ্ধা ও ভালোবাসার উৎসব’ শিরোনামের এই আয়োজনে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আযম টিটো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কচিকণ্ঠ আসরের সভাপতি হেমায়েত হোসেন এবং জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন।

আলোচনা শেষে শিক্ষার্থীরা বাবা-মাকে ঘিরে বাংলা ও ইংরেজি গান, কবিতা আবৃত্তি এবং নাট্যাংশ পরিবেশন করে।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের হৃদয় ছুঁয়ে যায় এবং এক মানবিক উদাহরণ হিসেবে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্লোবাল ডে অব প্যারেন্টস উদযাপন

যশোরে বাবা-মায়ের জুতা মুছে দিল খুদে শিক্ষার্থীরা

সর্বশেষ আপডেট ০১:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

আন্তর্জাতিক ‘গ্লোবাল ডে অব প্যারেন্টস’ উপলক্ষে যশোরের খুদে শিক্ষার্থীরা তাদের বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে।

রোববার বিকেলে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ব্রাদার টিটোস হোম স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ বাবা-মায়ের পা মুছে দিয়ে এবং জুতা পরিষ্কার করে দিনটি উদযাপন করে। এরপর শিশুরা নিজেদের হাতে আঁকা শুভেচ্ছা কার্ড উপহার দেয় মা-বাবাকে।

অনুষ্ঠানের শুরুতে বাবা-মায়েরা মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। সন্তানেরা টিস্যু হাতে এগিয়ে গিয়ে তাদের জুতা পরিস্কার করে। এই সময় অনেক অভিভাবক আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে সন্তানদের শপথ করানো হয়—তারা যেন বাবা-মাকে সম্মান করে, মিথ্যা কথা না বলে এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়।

‘শ্রদ্ধা ও ভালোবাসার উৎসব’ শিরোনামের এই আয়োজনে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আযম টিটো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কচিকণ্ঠ আসরের সভাপতি হেমায়েত হোসেন এবং জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন।

আলোচনা শেষে শিক্ষার্থীরা বাবা-মাকে ঘিরে বাংলা ও ইংরেজি গান, কবিতা আবৃত্তি এবং নাট্যাংশ পরিবেশন করে।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের হৃদয় ছুঁয়ে যায় এবং এক মানবিক উদাহরণ হিসেবে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।