যশোরে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করলো দশম শ্রেণীর ছাত্রী
- সর্বশেষ আপডেট ০৫:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 61
যশোর সদরের ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নাদিরা খাতুন (১৬) আত্মহত্যা করেছেন। তিনি রামকৃষ্ণপুর গ্রামের মোকতুল ইসলামের কন্যা।
পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার রাতের কোনো সময় নাদিরা আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে প্রতিবেশি নাসিরউদ্দিনের বাড়ির আমগাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া যায়।
প্রতিবেশিরা জানান, নাদিরার ও নাসির উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (২৫)-এর মধ্যে দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। নাদিরা নাজমুলের বাড়িতে আশ্রয় নিলে তার পরিবারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো সময়ে তিনি আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, এর আগে নাদিরা একবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



































