যশোরে পার্কিং করা বাসে আগুন
- সর্বশেষ আপডেট ১২:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 57
যশোর শহরের উপশহর পার্কসংলগ্ন এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পাশে থাকা বস্তিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর বাসের ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখতে পান তারা। তখন ভেতরে কেউ ছিল না, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। আশপাশের বস্তিবাসীরা একত্রে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসটির সুপারভাইজার, মাগুরার শ্রীপুরের হান্নান খান জানান, “রাহিন স্পেশাল” নামের বাসটি যশোর–মাগুরা রুটে নিয়মিত চলাচল করে। প্রতিদিনের মতো আগের রাতেও বাসটি উপশহর এলাকায় পার্কিং করে রাখা হয়। তিনি জানান, “ভোরে বাসায় ফেরার পর জানতে পারি দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে। আগুনে সিট ও কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত রয়েছে।”
স্থানীয়রা বলেন, বাসটির পাশে উপশহর বস্তি থাকায় আগুনটি সেখানে ছড়িয়ে পড়লে বড় বিপর্যয় ঘটতে পারত। সময়মতো আগুন নেভানোয় বস্তির ঘরগুলো রক্ষা পেয়েছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলের নাইটগার্ড তখন পাশে চা খেতে গিয়েছিলেন, আর সুপারভাইজার ছিলেন বাসায় ফেরার পথে।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন এবং দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।



































