ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০২:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 167

যশোরে নির্মাণাধীন ভবনে কার্নিশ ভেঙে তিনজনের মৃত্যু

যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে ছাদ ঢালাইয়ের সময় কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) সাড়ে ১১ টার দিকে ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামক প্রতিষ্ঠানের ওই ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরুসহ (৪৫)।

স্থানীয় বাসিন্দা ও জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ জানান, ছয়তলা বিশিষ্ট ইকবাল মঞ্জিল ভবনের পশ্চিম অংশে নির্মাণকাজ চলছিল। ৫ তলার ছাদের কার্নিশ ঢালাই চলাকালীন হঠাৎ সেটি ভেঙে পড়ে তিনজন নিচে পড়ে যান।

ভবনের শ্রমিক মুজিবর রহমান বলেন, ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে তিনজনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০২:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে ছাদ ঢালাইয়ের সময় কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) সাড়ে ১১ টার দিকে ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামক প্রতিষ্ঠানের ওই ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরুসহ (৪৫)।

স্থানীয় বাসিন্দা ও জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ জানান, ছয়তলা বিশিষ্ট ইকবাল মঞ্জিল ভবনের পশ্চিম অংশে নির্মাণকাজ চলছিল। ৫ তলার ছাদের কার্নিশ ঢালাই চলাকালীন হঠাৎ সেটি ভেঙে পড়ে তিনজন নিচে পড়ে যান।

ভবনের শ্রমিক মুজিবর রহমান বলেন, ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।