ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গ্রেপ্তার সাতজন

যশোরে নগদের ছিনতাই করা ৩২ লাখ ৫ হাজার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৯:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 162

যশোরে নগদের ছিনতাই করা ৩২ লাখ ৫ হাজার উদ্ধার

যশোরে নগদের ছিনতাই করা ৩২ লাখ ৫ হাজার উদ্ধার করার পাশাপশি সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নগদের প্রাইভেটকার চালক ইউসুফ আলী সাজুর যোগসাজশে এ ছিনতাইকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো—যশোর শহরের পোস্ট অফিস পাড়ার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে প্রাইভেটকার চালক ইউসুফ আলী, ঝিকরগাছা উপজেলার দিগদানা গ্রামের ইসরাইল গাজীর ছেলে রনি গাজী, রাশেদুল ইসলাম খাঁর ছেলে সুজন ইসলাম, মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী, ইমদাদুল গাজীর ছেলে নাসিম গাজী, খোষালনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন ও মজনুর রহমানের ছেলে সোহেল রানা।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, গতকাল মঙ্গলবার সকালে নগদের ডিস্ট্রিবিউটর রবিউল ইসলাম একটি প্রাইভেটকারযোগে যশোর থেকে মণিরামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা নামকস্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা ধারালো চাপাতিসহ গাড়ির গতি রোধ করে। এরপর প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে ও চাপাতি দিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ হাউজের ৩৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্ত এবং গ্রেপ্তারের অভিযান শুরু করে।

ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলের সূত্র ধরে ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রাম থেকে সাগর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা জানিয়েছে তারা নগদের টাকা বহনকারী প্রাইভেটকার চালক ইউসুফ আলীর যোগসাজশে ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করে। পরে তাদের দেওয়া তথ্য মতে ঝিকরগাছা উপজেলার দিগদানা গ্রামের ইমদাদুল গাজীর বাড়ি থেকে ১৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং সুজন ইসলামের বাড়ি থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্রেপ্তার সাতজন

যশোরে নগদের ছিনতাই করা ৩২ লাখ ৫ হাজার উদ্ধার

সর্বশেষ আপডেট ০৯:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

যশোরে নগদের ছিনতাই করা ৩২ লাখ ৫ হাজার উদ্ধার করার পাশাপশি সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নগদের প্রাইভেটকার চালক ইউসুফ আলী সাজুর যোগসাজশে এ ছিনতাইকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো—যশোর শহরের পোস্ট অফিস পাড়ার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে প্রাইভেটকার চালক ইউসুফ আলী, ঝিকরগাছা উপজেলার দিগদানা গ্রামের ইসরাইল গাজীর ছেলে রনি গাজী, রাশেদুল ইসলাম খাঁর ছেলে সুজন ইসলাম, মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী, ইমদাদুল গাজীর ছেলে নাসিম গাজী, খোষালনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন ও মজনুর রহমানের ছেলে সোহেল রানা।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, গতকাল মঙ্গলবার সকালে নগদের ডিস্ট্রিবিউটর রবিউল ইসলাম একটি প্রাইভেটকারযোগে যশোর থেকে মণিরামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা নামকস্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা ধারালো চাপাতিসহ গাড়ির গতি রোধ করে। এরপর প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে ও চাপাতি দিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ হাউজের ৩৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্ত এবং গ্রেপ্তারের অভিযান শুরু করে।

ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলের সূত্র ধরে ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রাম থেকে সাগর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা জানিয়েছে তারা নগদের টাকা বহনকারী প্রাইভেটকার চালক ইউসুফ আলীর যোগসাজশে ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করে। পরে তাদের দেওয়া তথ্য মতে ঝিকরগাছা উপজেলার দিগদানা গ্রামের ইমদাদুল গাজীর বাড়ি থেকে ১৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং সুজন ইসলামের বাড়ি থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।