যশোরে ডিবি পরিচয়ে ডাকাতি, চারজন আটক
- সর্বশেষ আপডেট ০৪:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 73
যশোরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করা চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সোনার গহনা, একটি প্রাইভেটকার, হ্যান্ডক্যাপ, ওয়াকিটকি, স্কচটেপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন; নিশান হোসেন (২৫), ষষ্টিতলাপাড়া, যশোর, উজ্জল হোসেন (২৯), গোগা ইউনিয়ন, শার্শা, রতন শেখ (৪৫), খড়কী বামনপাড়া এবং মোছাব্বির হোসেন টুটুল (২১), পুলেরহাট তফসীডাঙ্গা।
নিশানের নামে ১৮টি এবং টুটুলের নামে ৪টি মামলা রয়েছে।
ডাকাতির একটি ঘটনার মধ্যে গত ১৪ জুলাই রাজারহাট রেলক্রসিংয়ে ব্যবসায়ী সুবীর কুমার দাসকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৯ ভরি সোনা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ডিবির এসআই অলোক কুমারের নেতৃত্বে বিশেষ টিম শনিবার ও রবিবার অভিযান চালিয়ে ঢাকার তাতীবাজার থেকে নিশান ও উজ্জল এবং যশোরের পুলেরহাট থেকে টুটুল ও রতনকে আটক করে। এ সময় লুণ্ঠিত স্বর্ণের ৫ ভরি ১১ আনা উদ্ধার করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে প্রাইভেটকার ও অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, আটকরা দীর্ঘদিন ধরে নিজেদের ডিবি পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতি চালাচ্ছিল। উজ্জল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এবং নিশান ও টুটুলের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।


































