ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে
যশোরে চার পুলিশ সদস্যকে গণপিটুনি
- সর্বশেষ আপডেট ০৯:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 98
যশোর সদরের রাজারহাট এলাকায় এক ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার অভিযোগে সিআইডি পুলিশের চার সদস্যকে স্থানীয়রা মারধর করে। গুরুতর আহত এক কনস্টেবলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়।
অভিযোগ উঠেছে, সাদা পোশাকে থাকা সিআইডি সদস্যরা তুষার নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় তুষার চিৎকার করে জানান, তারা ভুয়া সিআইডি পরিচয়ে তার টাকা ও মোবাইল ছিনিয়ে নিচ্ছে এবং ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। তখন স্থানীয়রা এগিয়ে এসে তাদের মারধর করে। ঘটনাস্থলে দুজন ধরা পড়লেও বাকি দুজন পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এক প্রত্যক্ষদর্শী চা দোকানি জানান, ধস্তাধস্তির একপর্যায়ে তুষারকে কাশ্মীরি বিরিয়ানি হাউজের সামনে আনা হয়। তখন তিনি প্রতিবাদ করলে দুইজন তার টাকা ও মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করে এবং ইয়াবার প্যাকেট দেখিয়ে অভিযোগ তোলে। এতে আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে।
পরে তুষার ভিডিওতে বলেন, তাকে জোর করে হোটেলের ভেতরে নেওয়া হয় এবং পকেটে কী আছে জানতে চাওয়া হয়। তিনি দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা বের করে দেন। তখন একজন টাকা ও ফোন নিয়ে চলে যেতে চাইলে তিনি বাধা দেন। এরপর ইয়াবা রাখার মিথ্যা অভিযোগ তোলা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগম বলেন, পুলিশের সদস্যরা নিয়মিত অভিযানে ছিলেন। কাউকে ফাঁসানোর প্রশ্নই আসে না। তিনি জানান, তুষারের বিরুদ্ধে মামলা রয়েছে, যদিও কোন মামলা তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।
অন্যদিকে তুষারের স্বজনদের দাবি, তার নামে মাদকের মামলা নেই, তবে মারামারিসহ কয়েকটি মামলা আছে।
পুলিশ জানায়, এ ঘটনায় সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে তুষারসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
































