যশোরে গুজব সৃষ্টির দায়ে আ’লীগ নেতা সাজু আটক
- সর্বশেষ আপডেট ১০:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 179
যশোরে ফেসবুকে ভুয়া ভিডিও বা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সদস্য সাজ্জাদ হোসেন সাজুকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার গভীর রাতে শহরতলীর পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার সিদ্দিক হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার।
পুলিশ জানায়, শনিবার (১৬ আগস্ট) সাজ্জাদ হোসেন সাজু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমার বাংলাদেশ’ নামক একটি আইডি থেকে যশোরে যুবলীগ কর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন। তবে ভিডিওটি যশোরের নয়, ১৪ আগস্ট নড়াইলের রূপগঞ্জে ছিনতাইকারীকে মারপিটের ভিডিও ছিলো সেটি৷ ওই ভিডিওটি বিকৃতভাবে ব্যবহার করে যশোরের ঘটনা হিসেবে প্রচার করছিলো সাজু। আইন-শৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে সাজুকে আটক করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

কোতয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, জিজ্ঞাসাবা শেষে সাজ্জাদ হোসেন সাজুকে রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন৷
উল্লেখ্য সাজ্জাদ হোসেন সাজু , পতিত আওয়ামী লীগের যশোর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আরবপুর ইউপি চেয়ারম্যান পলাতক হত্যামামলার আসামি শাহারুল ইসলামের অনুসারী ছিলো। এছাড়া শাহারুলের আরেক অনুসারী হাসান কবির তাজুর বিরুদ্ধে ১৬ বছরের এক কিশোরকে ধর্ষক আখ্যা দিয়ে তার নাম পরিচয় সহ ফেসবুক পোস্টের দায়ে থানায় শনিবার (১৬ আগস্ট) লিখিত অভিযোগ দিয়েছেন ওই কিশোরের পিতা৷































