ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জেলার সাধারণ সম্পাদকের পদত্যাগ

যশোরে গণঅধিকার পরিষদের গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ১১:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 201

যশোরে গণঅধিকার পরিষদের গণসমাবেশ

যশোরে গণঅধিকার পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান মুন্না পদত্যাগ করেছেন। শ্রমিকলীগ নেতার যোগদান ও অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করেই তিনি এই সিদ্ধান্ত নেন। রোববার বিকেলে নিজের ফেসবুক টাইমলাইনে পদত্যাগের ঘোষণা দেন মুন্না।

অভিযোগে তিনি জানান, কাউকে কিছু না জানিয়ে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে জেলা কমিটির সিনিয়র সহসভাপতি করা হয়েছে। বিষয়টি মেনে নিতে না পারায় তিনি দায়িত্ব ছাড়েন। পাশাপাশি আসন্ন গণসমাবেশকে ঘিরে ব্যাপক অর্থ লেনদেনের অভিযোগও তোলেন তিনি।

শেখ ফরহাদ রহমান মুন্না বলেন, “সিনিয়ররা নীতি, নৈতিকতা ও আদর্শ বহির্ভূত কর্মকাণ্ড করছেন। আবুল কালাম আজাদকে আমি চিনি না, অথচ তাকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। তাছাড়া গণসমাবেশ ঘিরে যে অর্থ লেনদেন হচ্ছে, তার দায়ভার নিতে চাই না। তাই পদত্যাগ করেছি।”

এ বিষয়ে সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল দাবি করেন, কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। তিনি বলেন, “আবুল কালাম ত্যাগী হওয়ায় তাকে পদ দেয়া হয়েছে।”

এদিকে দলের স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আবুল কালাম আজাদ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদে যোগ দিয়ে যশোরের চারটি আসন থেকে এমপি প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। এ ঘটনায় ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আগামী ২২ আগস্ট যশোরে কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের উপস্থিতিতে টাউন হল মাঠে গণসমাবেশ হওয়ার কথা। তার আগেই সাধারণ সম্পাদকের পদত্যাগে নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেলার সাধারণ সম্পাদকের পদত্যাগ

যশোরে গণঅধিকার পরিষদের গণসমাবেশ

সর্বশেষ আপডেট ১১:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

যশোরে গণঅধিকার পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান মুন্না পদত্যাগ করেছেন। শ্রমিকলীগ নেতার যোগদান ও অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করেই তিনি এই সিদ্ধান্ত নেন। রোববার বিকেলে নিজের ফেসবুক টাইমলাইনে পদত্যাগের ঘোষণা দেন মুন্না।

অভিযোগে তিনি জানান, কাউকে কিছু না জানিয়ে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে জেলা কমিটির সিনিয়র সহসভাপতি করা হয়েছে। বিষয়টি মেনে নিতে না পারায় তিনি দায়িত্ব ছাড়েন। পাশাপাশি আসন্ন গণসমাবেশকে ঘিরে ব্যাপক অর্থ লেনদেনের অভিযোগও তোলেন তিনি।

শেখ ফরহাদ রহমান মুন্না বলেন, “সিনিয়ররা নীতি, নৈতিকতা ও আদর্শ বহির্ভূত কর্মকাণ্ড করছেন। আবুল কালাম আজাদকে আমি চিনি না, অথচ তাকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। তাছাড়া গণসমাবেশ ঘিরে যে অর্থ লেনদেন হচ্ছে, তার দায়ভার নিতে চাই না। তাই পদত্যাগ করেছি।”

এ বিষয়ে সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল দাবি করেন, কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। তিনি বলেন, “আবুল কালাম ত্যাগী হওয়ায় তাকে পদ দেয়া হয়েছে।”

এদিকে দলের স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আবুল কালাম আজাদ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদে যোগ দিয়ে যশোরের চারটি আসন থেকে এমপি প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। এ ঘটনায় ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আগামী ২২ আগস্ট যশোরে কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের উপস্থিতিতে টাউন হল মাঠে গণসমাবেশ হওয়ার কথা। তার আগেই সাধারণ সম্পাদকের পদত্যাগে নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।