যশোরে কসাইকে গলাকেটে হত্যা
- সর্বশেষ আপডেট ১২:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 107
যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪৮) নামে এক কসাইকে গলাকেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতের দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান।
নিহত মিজানুর রহমান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার জানায়, রাত আড়াইটার দিকে তিনি একটি মোবাইল ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন। স্ত্রীকে জানান, গরু জবাই করতে ডাকা হয়েছে। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ভোরে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় পান।
বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু জব্দ করেছে। তবে হত্যার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তের জন্য তদন্ত শুরু হয়েছে।




































