যশোরে ককটেল বিস্ফোরণে আহত ১
- সর্বশেষ আপডেট ০৯:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 78
যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে ককটেল বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার গভীর রাত ২টার দিকে বিস্ফোরণের শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। আহত বিপ্লব ওই গ্রামের মহসীন হোসেনের ছেলে।
স্থানীয়দের মতে, বিস্ফোরণের পর বিপ্লবের শরীরে গভীর জখম ও রক্তক্ষরণ দেখা দেয়। প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এলাকাবাসীর কয়েকজন জানান, বিপ্লবের বাবা মহসীন হোসেন এলাকায় ককটেল তৈরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে কথিত অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি একটি মামলায় কারাগারে। ধারণা করা হচ্ছে, বিপ্লব রাতের অন্ধকারে পুরোনো ককটেল সরাতে বা নড়াচড়া করতে গিয়ে বিস্ফোরণে আহত হতে পারেন। তবে এসব অভিযোগ এখনো যাচাই–বাছাই করা হয়নি।
ঘটনার খবর পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি আলামত সংগ্রহ করেছে।
শার্শা থানার ওসি আব্দুল আলীম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ককটেল বহন বা নড়াচড়ার সময় নিজেই বিস্ফোরণের শিকার হয়েছে। তবু কীভাবে ঘটনাটি ঘটল, এতে অন্য কেউ জড়িত আছে কি না—সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের নজরদারি বজায় আছে।


































