যশোরে একই পরিবারের তিনজনের ওপর এসিড নিক্ষেপ
- সর্বশেষ আপডেট ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / 173
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারী, তার শিশু সন্তান ও মা—এই তিনজনের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—রাহেলা বেগম (৪৮), তার মেয়ে রিপা খাতুন (২৬) এবং ৮ বছর বয়সী ছেলে ইয়ানূর রহমান। তারা একই পরিবারের সদস্য এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
রিপার চাচা আব্দুর রহমান জানান, রিপা চার বছর আগে স্বামী পরিত্যক্তা হন। এরপর ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। স্থানীয় মঠবাড়ি গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের কর্মচারী জসিম দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে জসিম ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে জানালা দিয়ে এসিড ছুড়ে মারে। এ সময় পাশে থাকা রিপার মা রাহেলা ও ছোট ভাই ইয়ানূরও এসিডে দগ্ধ হন।
দগ্ধদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদ বলেন, “শিশু ইয়ানূরের পাসহ শরীরের বিভিন্ন স্থানে এসিডে মারাত্মক দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাকিদের শরীরের বিভিন্ন অংশ আংশিক দগ্ধ হয়েছে। সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, “এসিড নিক্ষেপের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”
এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


































